সুর এবং কণ্ঠঃ শতদল হালদার
তালঃ দাদরা (জলদ)
তুমি যদি লিখে দিতে আমার এ গান
সুর দিত পাপিয়া রজনী পোহালে
সুর দিত পাপিয়া রজনী পোহালে
দখিণা মলয়ে ছড়িয়ে দিতাম
সে গান গেয়ে।।
সে গান গেয়ে।।
ধুপ ছায়া সন্ধ্যায় ভেবেছি বসে
মালতী বনে কি করে বলি আজ
দেখা হবে মোর সাথে
চাদনী রাতে এসো প্রিয়ে।।
মালতী বনে কি করে বলি আজ
দেখা হবে মোর সাথে
চাদনী রাতে এসো প্রিয়ে।।
শুধু বলা হয়নি কেন যে লাজে
খুজে ফিরি এখন চাদনী রাতে
পাপিয়া যে উড়ে যাবে
তোমাকে না পেয়ে।।
খুজে ফিরি এখন চাদনী রাতে
পাপিয়া যে উড়ে যাবে
তোমাকে না পেয়ে।।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.