এই কবিতাটা নিয়ে গুগল বাজে কিছু আলাপ আলোচনা এখানে তুলে দিলাম।
5 people liked this - Aero River, Md. Khalid Umar and 3 others, মাল্যবান........ কত কী করার আছে বাকী, Dr. Hifzur R. Siddique and Gopi Kanta Ghosh
paramita prajna - thakbe kichu,jabe kichu,
thakbe hashi kanna,
nayan mele dekhleo,
mone kichui dhorbena.
hattogoler itpathorer kallolinite
aj o duto kokil more udash korlo je......2 Mar
Sushanta Kar - ধন্যবাদ পারমিতাদি! কিন্তু এর লেখক আমি নই। খালিদ ওমর , বাংলাদেশের লেখক! দারুণ লিখেছেন খালিদ'দা!2 Mar
Gopi Kanta Ghosh - Thakbe...onno bhabe...2 Mar
Md. Khalid Umar - আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমিও কিন্তু তাই বলেছি সবই থাকবে, শুধু যা থাকবে না তা হচ্ছে এই সব দেখার মত নয়ন আর মায়া ভেজা কোমল এক টুকরা হৃদয়।
চারিদিকে সব কিছু কেমন যেন তোলপাড় চলছে তাই ভয় হয় যদি এসব হারিয়ে যায় তাহলে বাঙ্গালি বাঁচবে কি নিয়ে?Edit2 Mar
Dr. Hifzur R. Siddique - Ekta durdanto kabita.. thanks to Mr. Khalid. Arr as usual amar Sushanta Da... Jar joneye amora kato kichu jante pari.... thanks for uploading this nice poem....4 Mar
Md. Khalid Umar - ধন্যবাদ ডঃহিফজুর; এটা অনেক দিন আগে লিখেছিলাম, আমার মেঝ মেয়ে সুর করে এটা নিয়মিত গাইত ওর খুব প্রিয় ছিল এই কবিতাটা।
আশা করি আবার দেখা হবে। সুশান্তর জন্যও অনেক অনেক ধন্যবাদ।Edit4 Mar
Sushanta Kar - ধন্যবাদ হিফজুর!4 Mar
Indira Mukerjee - তবুও পড়ে থাকবে তখন পোড়ো গাঁয়ের স্মৃতি,
কিছু কথা, কিছু ব্যথা, কিছু রীতিনীতি
তবুও সেথায় থাকবে পড়ে আমার তোমার বাড়ি,
থাকবো আমি থাকবে তুমি গাঁয়ের সাথে আড়ি,
দুপুরবেলা আম পড়বে ছুট্টে যাবো সেথা
আসবে নাকো পল্লীবালা কুড়োতে আম যেথা,
কুবোপাখির পিছু নেব তবুও আমি ছুটে,
মা যে আমার আসবে নাকো আমার পিছু হেঁটে,
তবু আমার গাঁয়ের সোনা, ঝরাপাতায় নিপাট বোনা
কাঠবেড়ালির দুষ্টুমি আর পাখির আনাগোনা
তবু আমার তোমার গাঁয়ের সেই তো আসল সোনা4 Mar
Md. Khalid Umar - ইন্দিরা'দির উদ্দ্যেশ্যেঃ
আমার গায়ে আমার দেশে আছে যত সোনা
হাতে হাতে যায় না তারে গোনা।
সোনা ছেড়ে মেকি নিয়ে রইব কেন পরে
সবাই এসো মেলে দিই তাই বিশ্ব জুড়ে।
হতাশায় মোর জ্বেলেছ একটু খানি আলো
অটুট হয়ে থাকুক তাই এতেই যেন ভাল।Edit4 Mar
Sushanta Kar - বেশ জমেছে!চালিয়ে যান!4 Mar
Sushanta Kar - বলুন তো দেখি এটা কোন ভাষার কবিতা
সো মঝু কন্তা
দূর দিগন্তা।
পাউস আয়ে
চেলু দুলায়।।4 Mar
Dr. Hifzur R. Siddique - I think its a chitagongi language4 Mar
Sushanta Kar - ভাবতে থাকো!4 Mar
Dr. Hifzur R. Siddique - na hole nawakalir basha4 Mar
Sushanta Kar - ভাবতে থাকো!4 Mar
Indira Mukerjee - kintu orkut e ekta community bolche amar kabita naki moddhyo jugiyo>>.kabitar abar jug ache? tara to eke aporke nakol kore ...apni orkut e Kabita kichu katha elomelo te join korun ar amar sathe likhte thakun plzz..ar coffehouser adday o likhchi...apnio likhun amar sathe.. amake help o korben ... shekhaben o bandhur moto ... bhalo thakben !!06:54
Gopi Kanta Ghosh - Kobita ke somoy te banda jaye na...Kalidas ekhono notun...06:57
Sushanta Kar - আমি দেখছি! আপাতত আপনি ওদের জিজ্ঞেস করুন 'মধ্যযুগ' কথাটার মানে কী? ধারণাটা কোত্থেকে পেল? প্রাচীন যুগীয় কেন বলল না। তার মানে কি আপনার কবিতা এক ধাপ এগিয়ে আছে?10:51
paramita prajna - ha ha ha --madhyajugio----prachin jugio--- tao abar kobitar?
bolche jara
baluk tara
baluk taha
pran chaye jaha.
miche samoy kharcha
keno karo britha?
lekho nijer mato
shacchonde, anonde,niyom bhenge, praner madhurje.........11:17
Md. Khalid Umar - ধন্যবাদ ইন্দিরা দিদি,
আপনার মতাদর্শের সাথে আমার হুবহু মিল রয়েছে, আপনি যদি মধ্য যুগীয় হন তাহলে আমি আদ্দি কালের। গোপি কান্ত ঘোষের কথায় আমিও বলি কালিদাশ কি কখনো পুরাতন হবে?সে অনন্ত কাল নতুন থেকে বাংলাকে টেনে নিতে থাকবে। যেখানে কালিদাশ আছে সে বাংলা হারিয়ে যাবার কোন ভয় নেই।
আমার মতে পৃথিবীর যে কোন সাহিত্যের চেয়ে আমাদের বাংলা সাহিত্য অনেক উপরে। কেন যে আজকাল এই আধুনিকতার নামে তা হারাতে চাইছে বুঝি না। মনে খুব কষ্ট হয় এই সব দেখে। কাউকে কিছু বলতেও পারি না। কিছু কথা কিছু গল্প লিখে যাই আপন মনে পাছে লোকে কিছু বলে ভয়ে রেখে দিই গোপনে। সুশান্ত যে কেন তা টেনে বের করে সবার সামনে হাজির করলো কিছু বুঝলাম না।
বর্তমানে যা চলছে "যুগান্ত সৃষ্টির নামে আপনাকে ভুলে কি যেন রচিতে চাই বুঝি না মনের দোদুল দোলে", তাই নয় কি? আমি এখন সুদূর পথের অচিন রথের যাত্রী, আমি কিইবা আর লিখতে পারি! তবুও চেষ্টা করি আমার নীল নক্ষত্র এবং স্মৃতিকণা ব্লগে এগুলি রেখে যেতে। স্মৃতি কণায় women's galaxy নামে ডান পাশের বার এ আপনার কৃষ্ণ কলির রান্নাঘর থেকে কবিতার ঝুলি সোনার তরী সবার লিঙ্ক আছে। ওটাকে আমার লিঙ্ক ভান্ডার বলতে পারেন তবে ওটাকে সচল রাখার জন্য মাঝে মাঝে দুই একটা লেখা দিতে হয় তাই দেই।
এই লেখা গুলি কোথা থেকে আসছে আমিই বা কোথায় লিখছি কিছুই বুঝতে পারছি না। সুশান্ত অবশ্য আমাকে অর্কুটে ভর্তি করে দিয়েছিল কিন্তু সে যে কোথায় কি ভাবে যেতে হয় পথ ভুলে গেছি। ওখানে যাবার পথ খুঁজে পাচ্ছি না। তাছাড়া আপনি ওখানে এবং কফি হাউজের আড্ডায় লিখতে বলেছেন কিন্তু দিদি, আমি যা জানি তাতে কফি হাউজের আড্ডা, সচলায়তন, সামহোয়ার ইন, আমার ব্লগ এগুলি সবই সম্ভ্রান্ত নাগরিকদের জন্য ওখানে আমার মত রিক্ত নিস্ব প্রবেশ পত্র পাবেই বা কেন!
শেখাতে বলেছেন! আমি আর কি শেখাব বিশ্ব জোরা পাঠশালা থেকে যে এখনো আমার শিক্ষাই শেষ হয়নি, তবে বন্ধুত্ব! হ্যা, এটা অকৃত্রিম ভাবেই পাবেন সে কথা নিশ্চিত করে বলতে পারি। এ বিষয়ে স্নেহাস্পদ সুশান্ত ভাল ভাবেই জানে।
এইতো, আপনিও ভাল থাকুন, সবাই ভাল থাকুন।
সবার জন্যই আমার ভালবাসা, আবার বারবার দেখা হবে এই টুকু আশা।Edit11:21
Md. Khalid Umar - ধন্যবাদ পারমিতা দিদি
ইন্দিরা দিদির জবাব লিখার সময় আপনার লেখাটা ইন বক্সে এসেছিল বলে দেখতে পাইনি এখন দেখলাম।
বলছে যারা বলুক তারা
আপন মনে দিশা হারা,
কি যে আছে কলি যুগে
কি যে আছে মধ্য যুগে
কি যে আছে আদ্দি যুগে
এমন করে ভাবে কি তারা?
ঠিক এই নিয়েই আমার অনেক দিন হ্যা তা প্রায় ১৬/১৭ বছর আগের একটা লেখা আছে দেখি আজ সেটা স্মৃতি কণা ব্লগে দিয়ে দিব।
ভাল থাকুন সুস্থ থাকুন, বাংলার সেবা করুন। সামান্য এই আশাবাদ, তার সাথে অল্প কিছু ধন্যবাদ।Edit11:46
Aero River - চট করে এত সুন্দর করে কবিতা লিখতে যারা পারে, তাদেরকে কি বলবো? স্বভাবকবি নাকি অন্তর্যামী?11:46
Md. Khalid Umar - না না এরো, এ তোমার অতিশয়োক্তি। স্বভাব কবির সাথে আমাদের তুলনা করতে নেই, তারা হলেন স্বয়ং ঈশ্বর প্রদত্ত। ঈশ্বর আমাদের জন্যই তাদের পাঠিয়েছেন।Edit11:51
Aero River - মানুষই ঈশ্বর, মানুষই দেবতা, মানুষই কবি, মানুষই দানব। ঈশ্বর সবাইকে পাঠান, কেউ নিজেকে চিনতে পারে, কেউ আবার পায় না। যারা পায়না, তারা সারা জীবন নিজেকে খুঁজে ফেরে, পরশপাথরের দেখা পায় না। আর যারা নিজেকে চেনে, তারা জানেন জীবনের মানে, অর্থ এবং গন্তব্য।11:55
paramita prajna - nijer vasha
moner katha
mile jetha------
juger bera
kathaye setha?
juger bivajone biggya jara
kato sahityo rochilo tara!!
comment dite sabai pare
bhalo bolte bathya lage!!11:57
Md. Khalid Umar - সুশান্ত,
তোমার ওই ছত্র দুটি বাংলা দেশের কোন আঞ্চলিক ভাষা নয়, এ ব্যাপারে আমি নিশ্চিত। কোন ভাষা বলেই ফেল, শুধু শুধু হাই প্রেসার বারাবার কি দরকার?ও! আমাদের পাশেই ডাক্তার হিফজুর রয়েছে কাজেই প্রেশারের ভয় আর নেই। না কি বল?Edit12:00
paramita prajna - shilet ba shaotal!12:03
28 more comments
paramita prajna - athoba cha baganer ------
kono option charchina-- asif shushanto byapok ek khana prize rekheche!!!12:04
Md. Khalid Umar - সিলেটের নয় তবে সাঁওতাল বা চা বাগানের যেটা বলেছেন মনে হয় তেমন কিছু হবে! ওই ভাষা আমি কখনো শুনি নি। বাংলাদেশ ছোট্ট দেশ, আমি এখানকার সব এলাকায় গিয়েছি, প্রায় সব আঞ্চলিক ভাষা শুনেছি এক সময় বলতেও পারতাম এখন ভুলে গেছি, শুধু সাঁওতাল এলাকায় যাবার সুযোগ হয়নি।Edit12:12
Md. Khalid Umar - পারমিতা দিদি,
উপরে যে লিখেছি অনেক দিন আগের লেখা একটা কবিতা আজ পোস্ট করে দিব, এখন খুঁজে দেখি তা কয়েক দিন আগেই দিয়ে দিয়েছি, "প্রলাপ" নামে অথচ দেখেন দিব্যি ভুলে গেছি, লিঙ্কটা হচ্ছে http://smritikona.blogspot.com/2010/02/b
রাতের কোলে ঘুমায় চাঁদ বাঁকা আকাশের বুকে যেন স্বপ্নের ছবি আঁকা।। হৃদয় রানী এল দোলাতে আমায় কি যেন বলিতে চায় চোখের ভাষায় আধ খোলা জানালায় সেই সুদূরিকা।। রাতের চাঁদিনী সে ডাকে ইশারায় মালা হাতে কাছে কেন আসেনা যে হায় মরীচিকা সে যেন সুদূর নীহারিকা।।
Showing posts with label Comments. Show all posts
Showing posts with label Comments. Show all posts
Friday, 5 March 2010
"কোন একদিন" কবিতা নিয়ে আলোচনা
Subscribe to:
Posts (Atom)