ছবিঃ এবে পার্কে শীতের শেষে ডেফডিল, লেস্টার, ইংল্যান্ড।
*** কয়েক দিন আগে বারটি বছর আগে লিখেছিলাম। গত রাতে হটাত মনে হল বার বছর আগের কাহিনী জানলাম কিন্তু তারপর? তাহলে বার বছর পরের ঘটনাও দেখতে হবে!
আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে,
এখনও তোমার আশায় পথ চেয়ে বসে থাকি শিউলি তলে।
কোথা থেকে কি ঝড় বয়ে গেল, হয়ে গেল সব এলো মেলো,
কত যতনে গাঁথা কুড়ান ফুলের মালা খানি শুকিয়ে গেল।
যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে
আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
গানে গানে কইব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে।
এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডা্কে,
ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।
জানো না তো হায় তুমি রয়েছ তেমনি হৃদয়ের গহীনে
সাঁঝের আলো হয়ে, বলনা তুমি এত দিন কোথায় ছিলে?
No comments:
Post a Comment
Thank you very much for your comments.