(ছবিঃ তাসমিনা খালিদ এষা। গোধূলি বেলায় যদি পড়ে মনে)
সুরঃ শতদল হালদার
গানের ওডিও লিঙ্ক
যদি আমায় ভুলে যাও তুমি
ভুলো না আমার এ গান,
ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
জুড়ায়ো তোমার প্রাণ।।
ভুলো না আমার এ গান,
ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
জুড়ায়ো তোমার প্রাণ।।
যদি বা নিশীথে জাগে মনে,
শিয়র দীপ জ্বেলে বাতায়নে-
খুঁজো আমায় তারার মিছিলে
রাত জাগা পাখি হয়তোবা
শোনাবে আমারই গান।।
শিয়র দীপ জ্বেলে বাতায়নে-
খুঁজো আমায় তারার মিছিলে
রাত জাগা পাখি হয়তোবা
শোনাবে আমারই গান।।
গোধূলি বেলায় যদি পড়ে মনে,
দৃষ্টি মেলে দিও সুদূর পানে।
খুঁজো আমায় পাখীদের ভিড়ে-
নীড়ে ফেরা পাখী হয়তোবা
জানাবে আমার অভিমান।।
দৃষ্টি মেলে দিও সুদূর পানে।
খুঁজো আমায় পাখীদের ভিড়ে-
নীড়ে ফেরা পাখী হয়তোবা
জানাবে আমার অভিমান।।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.