ওরা তিন বোন, সোহেলি, তানিয়া, এশা
ওদের টেলিভিশন দেখার বড় নেশা।
বই নিয়ে বসে না ওরা মোটে
সারাটা দিন শুধু খেলা নিয়ে ছোটে।
পড়াটা হবে কখন বললাম কাল রাতে
ওরা বলে চিড়িয়াখানায় নিয়ে চল সাথে।
শেষ কর পড়া লেখা, কালকে
নিয়ে যাব, চিড়িয়াখানা নয়ত শিশু পার্কে।
ওরা বলে শুক্র বারে ছুটি, শনি বারে যাব হাটে,
রবি বারে খেলা হবে আবাহনীর মাঠে।
সম মঙ্গল মাথা ব্যথা, বুধ বারে মেলা,
বৃহস্পতি বারে আসবে দেশে শারুখ খানের চ্যালা।
সময় কোথায় পড়ব আর কখন
সারাটা দিন থাকি ব্যস্ত ভীষণ।
এই বলে ওরা এক সাথে চলে গেল মাঠে
আমি একা বসে আকাশ দেখি ছাদে।
ওদের টেলিভিশন দেখার বড় নেশা।
বই নিয়ে বসে না ওরা মোটে
সারাটা দিন শুধু খেলা নিয়ে ছোটে।
পড়াটা হবে কখন বললাম কাল রাতে
ওরা বলে চিড়িয়াখানায় নিয়ে চল সাথে।
শেষ কর পড়া লেখা, কালকে
নিয়ে যাব, চিড়িয়াখানা নয়ত শিশু পার্কে।
ওরা বলে শুক্র বারে ছুটি, শনি বারে যাব হাটে,
রবি বারে খেলা হবে আবাহনীর মাঠে।
সম মঙ্গল মাথা ব্যথা, বুধ বারে মেলা,
বৃহস্পতি বারে আসবে দেশে শারুখ খানের চ্যালা।
সময় কোথায় পড়ব আর কখন
সারাটা দিন থাকি ব্যস্ত ভীষণ।
এই বলে ওরা এক সাথে চলে গেল মাঠে
আমি একা বসে আকাশ দেখি ছাদে।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.