আজকের বিষয়ঃ দুর্লভ ছবি
১। টাইটানিক, শেষ সমুদ্র যাত্রার আগে: মাটির মায়া ছেড়ে যাচ্ছে নিরুদ্দেশের উদ্দেশ্যে। এখানে দেখছেন মাটির সাথে তার শেষ সম্পর্ক রশির বাঁধন খুলে দিচ্ছে
২। বিলাশ বহুল টাইটানিকের সামান্য একটু, যখন জীবিত ছিল
৩। টাইটানিক তুষার পিন্ডের সাথে ধাক্কা লেগে দুই টুকরা হয়ে অন্তিম যাত্রায় নিমজ্জিত হবার আগে। আমি যদি এই সময়ে এখানে থাকতাম তাহলে এখন কে দিত এই ছবি আপনাদের দেখার জন্য? এই ভেবেই তখন আমি যাইনি।
৪। সাগরতলে টাই্টানিকের সলিল সমাধি
৪। পোপ জন পল এবং যে ভদ্রলোক তাকে খুন করতে চেয়েছিল
৫। প্রেসিডেন্ট বুশ কানে কানে টুইন টাওয়ার ধ্বংস হবার আগে সেই সংবাদ শুনছে…………………………বিশ্বাস হচ্ছে না?
৬। ওসামা বিন লাদেন এবং তার ছোট্ট ও সুখী পরিবার
৭। প্রথম কম্পিউটার, বিনে পয়সায় যদি কেউ আপনাকে এমন একটা কমপিউটার দেয় তাহলে একটা নিবেন?
৮। পূর্ব ও পশ্চিম বার্লিনের মাঝের দেয়ালের প্রয়োজন যখন শেষ হল
৯। বিজ্ঞানী আইনস্টাইন। আমিও সঙ্গে আছি, একটু খুজে দেখলেই পাবেন মনে হয়! না পেলে আমার দোষ না
১০। আইনস্টাইনের ডিপ্লোমা সার্টিফিকেট। দেখুন ব্যাক্কলটা ইংরেজী জানতই না। অনেক বলেছিলাম, আইন, ইংরেজী শিখে রাখ কাজে লাগবে, অন্তত মৃত্যুর পর কেউ বলতে পারবে না যে ব্যাটা ইংরেজী জানে না। তখন শোনেনি, এখন? এই সার্টিফিকেটের নেচে দেখুন আমার স্বাক্ষর দেখতে পাবেন (হয়ত বা)!
১১। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের সেকাল আর এ কাল
১২। চে গুয়েভারা এবং ফিদেল ক্যেস্ট্রো
১৩। চার্লি চ্যাপলিন এবং গান্ধী
১৪। ব্রাজিলের রাজধানী, যখন পত্তন শুরু হয়। কেউ কি ভেবেছিল আজ তার রূপ কি হবে?
১৫। বিটলস যখন যাত্রা শুরু করে
১৬। জন লেনন, মৃত্যুর কয়েক দিন আগে
১৭। হিটলার, যখন ক্ষমতা দ্বন্দ্বের লোভ থেকে অনেক দূরে ছিল
১৮। হিটলার, যখন ক্ষমতা দ্বন্দ্বের লোভ তাকে পেয়ে বসেছিল
১৯। মহাকাশের মিয়াভাই গুগল (google.com) যখন ছোট পরিবার নিয়ে যাত্রা শুরু করে
২। বিলাশ বহুল টাইটানিকের সামান্য একটু, যখন জীবিত ছিল
৩। টাইটানিক তুষার পিন্ডের সাথে ধাক্কা লেগে দুই টুকরা হয়ে অন্তিম যাত্রায় নিমজ্জিত হবার আগে। আমি যদি এই সময়ে এখানে থাকতাম তাহলে এখন কে দিত এই ছবি আপনাদের দেখার জন্য? এই ভেবেই তখন আমি যাইনি।
৪। সাগরতলে টাই্টানিকের সলিল সমাধি
৪। পোপ জন পল এবং যে ভদ্রলোক তাকে খুন করতে চেয়েছিল
৫। প্রেসিডেন্ট বুশ কানে কানে টুইন টাওয়ার ধ্বংস হবার আগে সেই সংবাদ শুনছে…………………………বিশ্বাস হচ্ছে না?
৬। ওসামা বিন লাদেন এবং তার ছোট্ট ও সুখী পরিবার
৭। প্রথম কম্পিউটার, বিনে পয়সায় যদি কেউ আপনাকে এমন একটা কমপিউটার দেয় তাহলে একটা নিবেন?
৮। পূর্ব ও পশ্চিম বার্লিনের মাঝের দেয়ালের প্রয়োজন যখন শেষ হল
৯। বিজ্ঞানী আইনস্টাইন। আমিও সঙ্গে আছি, একটু খুজে দেখলেই পাবেন মনে হয়! না পেলে আমার দোষ না
১০। আইনস্টাইনের ডিপ্লোমা সার্টিফিকেট। দেখুন ব্যাক্কলটা ইংরেজী জানতই না। অনেক বলেছিলাম, আইন, ইংরেজী শিখে রাখ কাজে লাগবে, অন্তত মৃত্যুর পর কেউ বলতে পারবে না যে ব্যাটা ইংরেজী জানে না। তখন শোনেনি, এখন? এই সার্টিফিকেটের নেচে দেখুন আমার স্বাক্ষর দেখতে পাবেন (হয়ত বা)!
১১। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের সেকাল আর এ কাল
১২। চে গুয়েভারা এবং ফিদেল ক্যেস্ট্রো
১৩। চার্লি চ্যাপলিন এবং গান্ধী
১৪। ব্রাজিলের রাজধানী, যখন পত্তন শুরু হয়। কেউ কি ভেবেছিল আজ তার রূপ কি হবে?
১৫। বিটলস যখন যাত্রা শুরু করে
১৬। জন লেনন, মৃত্যুর কয়েক দিন আগে
১৭। হিটলার, যখন ক্ষমতা দ্বন্দ্বের লোভ থেকে অনেক দূরে ছিল
১৮। হিটলার, যখন ক্ষমতা দ্বন্দ্বের লোভ তাকে পেয়ে বসেছিল
১৯। মহাকাশের মিয়াভাই গুগল (google.com) যখন ছোট পরিবার নিয়ে যাত্রা শুরু করে
No comments:
Post a Comment
Thank you very much for your comments.