Friday, 7 December 2012

মৌণ সঙ্গীত-২৩

আজকের বিষয়ঃ দুর্লভ ছবি
১। টাইটানিক, শেষ সমুদ্র যাত্রার আগে: মাটির মায়া ছেড়ে যাচ্ছে নিরুদ্দেশের উদ্দেশ্যে। এখানে দেখছেন মাটির সাথে তার শেষ সম্পর্ক রশির বাঁধন খুলে দিচ্ছে
Titanic Last voyge
২। বিলাশ বহুল টাইটানিকের সামান্য একটু, যখন জীবিত ছিল

Titanic Then
৩। টাইটানিক তুষার পিন্ডের সাথে ধাক্কা লেগে দুই টুকরা হয়ে অন্তিম যাত্রায় নিমজ্জিত হবার আগে। আমি যদি এই সময়ে এখানে থাকতাম তাহলে এখন কে দিত এই ছবি আপনাদের দেখার জন্য? এই ভেবেই তখন আমি যাইনি।
Titanic
৪। সাগরতলে টাই্টানিকের সলিল সমাধি
Titanic Now
৪। পোপ জন পল এবং যে ভদ্রলোক তাকে খুন করতে চেয়েছিল
Pope John Paul and the man who tried to kill him.
৫। প্রেসিডেন্ট বুশ কানে কানে টুইন টাওয়ার ধ্বংস হবার আগে সেই সংবাদ শুনছে…………………………বিশ্বাস হচ্ছে না?
Moment when Bush heard about the attacks 11th September.
৬। ওসামা বিন লাদেন এবং তার ছোট্ট ও সুখী পরিবার
Osama laden n Family
৭। প্রথম কম্পিউটার, বিনে পয়সায় যদি কেউ আপনাকে এমন একটা কমপিউটার দেয় তাহলে একটা নিবেন?
First computer.
৮। পূর্ব ও পশ্চিম বার্লিনের মাঝের দেয়ালের প্রয়োজন যখন শেষ হল
Fall of the Berlin Wall
৯। বিজ্ঞানী আইনস্টাইন। আমিও সঙ্গে আছি, একটু খুজে দেখলেই পাবেন মনে হয়! না পেলে আমার দোষ না
Einstain
১০। আইনস্টাইনের ডিপ্লোমা সার্টিফিকেট। দেখুন ব্যাক্কলটা ইংরেজী জানতই না। অনেক বলেছিলাম, আইন, ইংরেজী শিখে রাখ কাজে লাগবে, অন্তত মৃত্যুর পর কেউ বলতে পারবে না যে ব্যাটা ইংরেজী জানে না। তখন শোনেনি, এখন? এই সার্টিফিকেটের নেচে দেখুন আমার স্বাক্ষর দেখতে পাবেন (হয়ত বা)!
Einstein’s diploma.
১১। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়ের সেকাল আর এ কাল
Coca-Cola bottles.
১২। চে গুয়েভারা এবং ফিদেল ক্যেস্ট্রো
Che Guevara and Fidel Castro.
১৩। চার্লি চ্যাপলিন এবং গান্ধী
Charlie Chaplin and Gandhi.
১৪। ব্রাজিলের রাজধানী, যখন পত্তন শুরু হয়। কেউ কি ভেবেছিল আজ তার রূপ কি হবে?
Capital of Brazil, on the beginning.
১৫। বিটলস যখন যাত্রা শুরু করে
Beatles.
১৬। জন লেনন, মৃত্যুর কয়েক দিন আগে
Beatle John Lennon shortly before his death.
১৭। হিটলার, যখন ক্ষমতা দ্বন্দ্বের লোভ থেকে অনেক দূরে ছিল
Adlof Hitlar (2)
১৮। হিটলার, যখন ক্ষমতা দ্বন্দ্বের লোভ তাকে পেয়ে বসেছিল
Adlof Hitlar
১৯। মহাকাশের মিয়াভাই গুগল (google.com) যখন ছোট পরিবার নিয়ে যাত্রা শুরু করে
The first team of Google.

No comments:

Post a Comment

Thank you very much for your comments.