Sunday 2 December 2012

মৌন সঙ্গীত-১০

আজকের বিষয়ঃ পৃথিবীর বিখ্যাত নদী-১[২]
নদী সম্পর্কে বলতে গেলে এক কথায় কোন ভাবেই প্রকাশ করা যায় না। এক একটা নদী শত সহস্র বছরের সভ্যতার ভিন্ন ভিন্ন স্বয়ং সম্পূর্ণ ইতিহাস, ভুগোল এবং সভ্যতার মাতৃ ভুমি। সেই একটা নদী নিয়ে একটা সম্পূর্ণ বইতে লিখেও শেষ হবার নয়। তার মধ্যে আমি এই সামান্য পরিসরে এত গুলি নদী নিয়ে এসেছি! কি আশ্চর্য্য!! অত্যন্ত দুঃসাহস বা ঔদ্ধত্য বললেও অত্যুক্তি হয় না। তাই সবার কাছে বিনিত অনুরোধ শুধু ছবি দেখে নিন।

আমাদের এই উপমহাদেশের প্রায় সব নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়। এর মধ্যে কৈলাশ, গঙ্গোত্রী হিমবাহ, মানস সরোবর এবং কাঞ্চনজঙ্ঘা বিশেষ ভাবে উল্লেখযোগ্য
১। কৈলাশ হিমবাহ
Koilash
২।kailash11
২। কাঞ্চনজঙ্ঘা
Kanchanjangha
৩।
Kanchanjangha 2
৪। মানস সরোবর
K Manasarovar
৫। গঙ্গোত্রি হিমবাহ
K Gangotri-waterfall1
৬।
K gangotri-glacier-1983-sw
৭। তুষারাচ্ছাদিত গঙ্গোত্রি হিমবাহ অঞ্চলের জন বসতি।
K Gangotri-temple
৮।
Kgangotri_ast_2001252
৯। কাবেরী নদী
.
১০। পাকিস্তানের সিন্ধু নদ, আমি যখন ৮ম শ্রেনীতে পড়ি তখন হায়দরাবাদের কাছে সিন্ধু নদীর তীরে স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম। ছবিটা আছে কিন্তু এই মূহুর্তে স্ক্যাণ করতে পারছি না বলে দেখাতে পারলাম না।
Indus River Pakistan
১১। ভারতের গঙ্গা
ganga-river-2
১২। গঙ্গা, বারানসির কছে
Ganga at Varanasi
১৩। সোনার দেশের সোনার নদী বুড়িগঙ্গা, গুনী লোকেদের ভালবাসার ফলে যে আজ ক্ষত বিক্ষত
BD Buriganga
১৪। যে নদী না হলে বাংলা সাহিত্য এতটা সমৃদ্ধ হত না, যে নদী না হলে এত মজার ইলিশ হত না, যে নদী না হলে বাংলার মাটি এত মায়াময় হত না, ভাঙ্গা গড়ার কত সুখ দুঃখের ইতিহাস জড়ান এই পদ্মা, পরানের পদ্মা
BD Padma
১৫। জাপানের আইসিজিঙ্গু নদী
Japan Isejinguu
১৬। জাপানের কুমাগাওয়া শিমোসি নদী
Japan Kumagawa_Shiroishi
১৭। আমেরিকার মিসৌরি নদী।
Missouribismarck
১৮। আমেরিকার মিসিসিপি নদী।
Mississippiriver
১৯। আমেরিকার আমাজোন নদী, প্রকৃতির সপ্তাশ্চর্যের একটি।।
amazon_river_b
২০।
amazon_river

No comments:

Post a Comment

Thank you very much for your comments.