ছবিঃ কেরানীগঞ্জ
দুপুরের রোদে কপোতীরা উড়ে যায়
শরতের পথে দূরের ওই নীলিমায়।
বসে বসে দেখি তাই একা বাতায়নে
কোন বাঁধা মানে না আজ দুই নয়নে।
দেখ সুন্দর কত এই নীল আকাশ
পাখা মেলেছে যেন মৃদুমন্দ বাতাস।
ফুটে আছে কাশফুল লাগে শিহরণ
ছোট ছোট মৌ মাছি তোলে গুঞ্জরণ।
এলো মেলো মেঘ গুলি উড়ে যায় দূরে
নেমে আসে ঘুম রাখালী বাঁশির সুরে।
শুভ্র বসনা শিউলি ডাকে যে আমায়
যেন চাঁদের কণা হাসে রাতের নিরালায়।
এ দেশের এই রূপ দেখেছি যে তাই
মরনের পরেও যেন দেখিতে পাই।
** অমিত্রাক্ষর ছন্দ
আজ পহেলা ভাদ্র, শরতের প্রথম দিনের নিমন্ত্রণ।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.