আজকের বিষয়ঃ বিশ্বের মসজিদ
১। মসজিদুল হারাম। মক্কা শরিফে অবস্থিত পৃথিবীর সর্ব বৃহত্তম মসজিদ। মসজিদের আচ্ছাদিত আয়তন ৪০০,৮০০ বর্গ মিটার বা ৯৯ একর। বিশ্বের বৃহত্তম জমায়েত পবিত্র হজ্বের সময় ৪০ লক্ষ মুসুল্লি এখানে একত্রে নামাজ আদায় করতে পারেন।
২। মসজিদে নববি। মদিনা শরিফে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ।
৩। দিল্লির জামে মসজিদ। মোঘল সম্রাট সাহজাহান এই মসজিদটি শুক্রবার ১৯শে অক্টোবর ১৬৫০ সালে নির্মান করেন। নির্মান কাল ৫ বছর, এবং ততকালিন ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখানে ২৫০০০ মুসুল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন
৪। হাসান-২ মসজিদ, মরক্কোর কাসাব্লাংকায় অবস্থিত। মরক্কোর বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। ফ্রান্সের স্থাপতি Michel Pinseau এর নক্সা অনুযায়ী নির্মিত। সম্পূর্ন মেঝে কাচের। আচ্ছাদিত স্থানে ২৫,০০০ এবং সংলগ্ন এলাকায় আরো ৮০,০০০ মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। এই মিনারের উচ্চতা ২১০ মিটার বা ৬৮৯ ফুট।
৫। উমায়েদ মসজিদ, দামেস্ক
৬। টুইন টাওয়ার মসজিদ, মালয়েশিয়া।
৭। টুটিং মসজিদ, লন্ডন।
৮। সোয়াজগার মসজিদ, জার্মানি।
৯। পুত্রজায়া মসজিদ, মালয়েশিয়া।
১০। প্যারিস, ফ্রান্স
১১। ওমায়েদ মসজিদ, সিরিয়া।
১২। মোঃ আলি মসজিদ, কায়রো, মিশর।
১৩। উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ।
১৪। লাও হুয়াসি সুফি মসজিদ, লিংজিয়া, চীন।
১৫। জুমাইরা গ্র্যান্ড মসজিদ, দুবাই।
১৬। হোলি গোল্ডেন মসজিদ, সিঙ্গাপোর
১৭। গ্রান্ড মসজিদ, বাহরাইন।
১৮। কৃস্টল মসজিদ, মালয়েশিয়া।
১৯। কর্ডোভা মসজিদ, স্পেন।
২০। নীল মসজিদ, সোফিয়া।
২১। নীল মসজিদ, ইসতাম্বুল।
২২। আল নূর মসজিদ, সারজাহ।
২৩। আবুধাবি।
২৪। জুমা মসজিদ, তাসখন্দ ।
ছবিঃ ইন্টারনেট।২। মসজিদে নববি। মদিনা শরিফে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ।
৩। দিল্লির জামে মসজিদ। মোঘল সম্রাট সাহজাহান এই মসজিদটি শুক্রবার ১৯শে অক্টোবর ১৬৫০ সালে নির্মান করেন। নির্মান কাল ৫ বছর, এবং ততকালিন ১০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখানে ২৫০০০ মুসুল্লি এক সাথে নামাজ আদায় করতে পারেন
৪। হাসান-২ মসজিদ, মরক্কোর কাসাব্লাংকায় অবস্থিত। মরক্কোর বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। ফ্রান্সের স্থাপতি Michel Pinseau এর নক্সা অনুযায়ী নির্মিত। সম্পূর্ন মেঝে কাচের। আচ্ছাদিত স্থানে ২৫,০০০ এবং সংলগ্ন এলাকায় আরো ৮০,০০০ মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। এই মিনারের উচ্চতা ২১০ মিটার বা ৬৮৯ ফুট।
৫। উমায়েদ মসজিদ, দামেস্ক
৬। টুইন টাওয়ার মসজিদ, মালয়েশিয়া।
৭। টুটিং মসজিদ, লন্ডন।
৮। সোয়াজগার মসজিদ, জার্মানি।
৯। পুত্রজায়া মসজিদ, মালয়েশিয়া।
১০। প্যারিস, ফ্রান্স
১১। ওমায়েদ মসজিদ, সিরিয়া।
১২। মোঃ আলি মসজিদ, কায়রো, মিশর।
১৩। উত্তর আমেরিকার বৃহত্তম মসজিদ।
১৪। লাও হুয়াসি সুফি মসজিদ, লিংজিয়া, চীন।
১৫। জুমাইরা গ্র্যান্ড মসজিদ, দুবাই।
১৬। হোলি গোল্ডেন মসজিদ, সিঙ্গাপোর
১৭। গ্রান্ড মসজিদ, বাহরাইন।
১৮। কৃস্টল মসজিদ, মালয়েশিয়া।
১৯। কর্ডোভা মসজিদ, স্পেন।
২০। নীল মসজিদ, সোফিয়া।
২১। নীল মসজিদ, ইসতাম্বুল।
২২। আল নূর মসজিদ, সারজাহ।
২৩। আবুধাবি।
২৪। জুমা মসজিদ, তাসখন্দ ।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.