ছবিঃ কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি মনোরম লেক।
নীল নীল সাগরে
খোলা এই আকাশে
ঝিরি ঝিরি বাতাসে
এ মন হারাতে চায়
কোন সুদূরে।
বুঝি আকাশ হারিয়ে গেল
নীল সাগরের কোলে
যেখানে গান গেয়ে যায়
সারি সারি গাং চিলে
দুপুরের রোদে নিঝুম সুরে সুরে।
মনে মনে কে যেন এঁকেছিল
সাদা মেঘের আলপনা
অনুভবে ছিল বুঝি
স্বপ্নে পাওয়া কল্পনা।
ওই শান্ত অশান্ত ঢেউ
করে শুধু কানাকানি
এলো মেলো হাওয়ায় ভেসে
স্বপ্ন করে জানাজানি
এ গানের নিমন্ত্রণে হৃদয় ভরে।
খোলা এই আকাশে
ঝিরি ঝিরি বাতাসে
এ মন হারাতে চায়
কোন সুদূরে।
বুঝি আকাশ হারিয়ে গেল
নীল সাগরের কোলে
যেখানে গান গেয়ে যায়
সারি সারি গাং চিলে
দুপুরের রোদে নিঝুম সুরে সুরে।
মনে মনে কে যেন এঁকেছিল
সাদা মেঘের আলপনা
অনুভবে ছিল বুঝি
স্বপ্নে পাওয়া কল্পনা।
ওই শান্ত অশান্ত ঢেউ
করে শুধু কানাকানি
এলো মেলো হাওয়ায় ভেসে
স্বপ্ন করে জানাজানি
এ গানের নিমন্ত্রণে হৃদয় ভরে।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.