Friday, 16 November 2012

নিশীথিনী

Photobucket
(ছবিঃ তাসমিনা খালিদ)
ঝিল্লী ডাকা জোনাকী জ্বলা নিশি রাতে
জোছনা চাদর গায়ে পৃথিবী ঘুমায়
শিশির কণা মুক্তা হয়ে ঝরে মেঠো পথে
তমাল তরু শুধু ঘুম পারানি গান গায়।











দূর আকাশের তারা গুলি মিটিমিটি হাসে
সুরেলা বাঁশরি এলোমেলো বাতাসে ভাসে।
সুদূর নীহারিকা চেয়ে দেখে সুপ্ত মশাল জ্বেলে
কাজল কলঙ্কে নিশীথিনী মনের ছবি আঁকায়।

শিশির বিছানো আঁচলে হেমন্ত গায় নিশি রাগিনী
নিঝুম স্বপনে মগ্ন মোহনীয় মধু যামিনী।
তিমির কুহেলিকা বসে থাকে বসন্তের পথ চেয়ে
নিরবে কে যেন মনে সুর ঝরিয়ে শিহরণ জাগায়।।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.