Thursday, 15 November 2012

শরতের নিমন্ত্রণ

Photobucket
দুপুরের রোদে কপোতীরা উড়ে যায়
শরতের শেষে আকাশের ঐ নীলিমায়।
বসে বসে দেখি তাই একা বাতায়নে
কোন বাধা মানে না আজ দুই নয়নে।

Photobucket
দেখি সুন্দর কত এই নীল আকাশ
পাখা মেলেছে যেন মৃদুমন্দ বাতাস।
ফুটে আছে কাশফুল লাগে শিহরণ
ছোট ছোট মৌমাছি তোলে গুঞ্জরন।
Photobucket
এলোমেলো মেঘগুলো উড়ে যায় দূরে
নেমে আসে ঘুম রাখালি বাঁশির সুরে।
শুভ্র বসনা শিউলি ডাকে যে আমায়
যেন চাঁদের কণা হাসে রাতের নিরালায়।
এ দেশের এই রূপ দেখেছি যে তাই
মরণের পরেও যেন দেখিতে পাই।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.