(ছবিঃ বিলাতের লেস্টার শহরে এবে পার্কে পাথরের পাশে ফোটা ডেফোডিল ফুল)
পৃথিবীর পথে প্রান্তরে ঘুরেছি আমি,
দেখেছি ফুল ও পাথর সাজিয়ে রেখেছেন অন্তর্যামী।
ভালবাসা দেখেছি, মমতা দেখেছি
বন্ধু দেখেছি, শত্রুও দেখেছি,
আরও দেখেছি অবজ্ঞা অবহেলা,
দেখেছি ফুল ও পাথর সাজিয়ে রেখেছেন অন্তর্যামী।
ভালবাসা দেখেছি, মমতা দেখেছি
বন্ধু দেখেছি, শত্রুও দেখেছি,
আরও দেখেছি অবজ্ঞা অবহেলা,
প্রেমের সাথে বঞ্চনার খেলা।
অবজ্ঞা উচ্ছাস পাশাপাশি চলে
নদীকে যেমন বেধে রাখে দুকূল।
হৃদয়ের হাটে চলে বেচাকেনা
ভালো মন্দ যায় না চেনা।
তবুও মূল্য বেশি, অনেক বেদনা অনেক যাতনা
তারপরেও থেকে যায় অনেক অজানা।
ভিড়ের মাঝে চিনতে হয় ভুল
কোথায় পাথর আর কোথায় ফুল।
কালের স্রোতে ভেসে যাওয়া মন
খুজে ফিরে ঠিকানা এইতো জীবন।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.