এমন আরো কিছু মজার ছবিঃ-
১।
যুক্ত রাজ্যের সাউথ ওয়েলসের ব্রিজেন্ড শহরে রাস্তার এক মোড়ে দিক নির্দেশনার প্রতীক ইংলিশ এবং ওয়েলশ ভাষায় লেখা। সারা দেশ জুরেই এমন রয়েছে বলে কাউকে কোন জায়গা কোন দিকে জিজ্ঞ্যেস করতে হয় না।
২।
যুক্ত রাজ্যের সাউথ ওয়েলসের কার্ডিফ রেল স্টেশনে গাংচিলেদের নির্ভয়ে চলাফেরার দৃশ্য।
৩।
লন্ডন শহরে, মানব মানবীর আদি ও অনন্ত প্রেমের নিদর্শন।
৪।
ছবিতেই দেখতে পাচ্ছেন কাদের হাতের ছাপ।
৫।
লন্ডন। ন্যাশনাল আর্ট গ্যালারির সামনে নন্দনীয় নগরীর প্রতিচ্ছবি, শান্তির প্রতীক।
৬।
ইংল্যান্ডের টিউকসবুরি শহরে টিউকসবুরি এবে বা চার্চের সামনের শোভা বৃদ্ধির জন্য।
৭।
ইংল্যান্ডের গ্লস্টার শহরে এক সৈনিকের স্মৃতি স্তম্ভ, নাম দেখতেই পাচ্ছেন।
৮।
রোমান আমলে ইংল্যান্ডে এক রোমান সৈন্য।
৯।
ব্রিজেন্ড শহরে স্মৃতি স্তম্ভ। কোন যুদ্ধে নিহত সৈন্যদের নামের তালিকা রয়েছে চার পাশে।
বিগত ফকল্যান্ড যুদ্ধে নিহত সৈন্যদের তালিকা, ব্রিজেন্ড শহর।
১০।
গ্লস্টারে রোমান আমলে এক স্নান শালা। রোমান বাথ নামে পরিচিত।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.