Friday, 19 October 2012

ফাগুন বেলা

UK Severn River

ছবিঃ ব্রিটেনের স্যাভার্ণ নদী, বৃস্টল থেকে কার্ডিফ যাবার পথে।


দিগন্ত বিস্তৃত মেঠো প্রান্তর
সময়ের হাত ধরে চলে নিরন্তর।
আকাশে ওড়ে সাদা মেঘের ভেলা
শান্ত অশান্ত উদাসী বালুকা বেলা।
ছোট ছোট গাং চিলে করে কানাকানি
এমনি হল তোমার আমার  জানাজানি।
বাসব ভাল, বুকের কোণে প্রদীপ শিখা জ্বেলে
যেখানে মিশেছে আকাশ আর সাগরের নীলে।
তেমনি করে শুধু চেয়ে রব নীরব আমি
তোমার মুখপানে, নিরবধি অবাক বিহ্বলে।


গুন গুন শোনাবে ঘুম পারানি গান
মায়াবী রাতে আঁধারের কলতান।
ঝিরি ঝিরি বইবে বাতাস, আসবে যখন ফাগুন
হৃদয় মাঝে জ্বালব তখন ভালবাসার আগুন।
সেই আগুনের পরশ নিয়ে একটু দিও ছোঁয়া
দিবানিশি দেখবে তাই ভুবন ভরা মায়া।

আমায় তুমি দিও শুধু একটু সময় ঋণ
তোমায় আমি দেব তাই ভালবাসার দিন।
ফুরাবে না এই জনমে রেখ যতন করে
ভালবাসার সোহাগ মেখে সোনার খাঁচায় ভরে।


No comments:

Post a Comment

Thank you very much for your comments.