Monday 16 December 2013

জেগে ওঠ নবীন


আমি অবোধ আমি নির্বোধ আমার নেই কোন বোধ
সব হারিয়ে আজ আমি সিক্ত রিক্ত নিঃস্ব, আমি সুবোধ।
ছেলের মৃত্যু দেখেছি আমি এই দেশে ওদের হাতে
একটি মাত্র মেয়ের সম্ভ্রম যেতে দেখেছি ওদের সাথে।


ওরা হায়েনা, ওরা নৃশংস ওরা অমানুষ, ওরা বেহুশ
তাইতো আমি আর খুজি না হারানো সুখের ফানুস।
যা ছিল আমার সবই গেছে, একা বেচে আছি মিছে
প্রতীক্ষায় আছি, কখন যাব অবসরে এই মাটির নিচে।
তুমি তো নবীন, সবই রয়েছে তোমার ওঠ তবে জেগে
গুড়িয়ে দাও, নিশ্চিহ্ন করে দাও ওদের শক্তি ভেঙ্গে।

দাড়াতে যেন পারেনা আর কোনদিন এই মাটির বুকে
ওদের সর্ব শক্তি ভেঙ্গে আজ দাও তোমরা রুখে।
বঞ্চনার অবশেষে বুকের ব্যথা আর আকুতি ভরা চোখে
এই মাটি, এই দেশ চেয়ে আছে আজ তোমাদের দিকে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.