Thursday 16 May 2013

আমার শিকড় আমার প্রেম-৫

গত ৭ তারিখে বেড়িয়ে পড়লাম শিকড়ের উদ্দেশ্যে। যথারীতি আগের মত আমার মোবাইলের ৩।২ মেগা পিক্সেল ক্যেমেরা যা ধরে নিয়ে এসেছে তার কিছু আপনাদের জন্য।
আজ এই পোস্টে ৩টা প্রশ্ন আছে, যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আছে আকর্ষনীয় পুরষ্কারঃ -
গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথঃ
 photo 14_zpsc52c9733.jpg


 photo 1_zps217743dd.jpg
 photo 11_zps7a5c863b.jpg
(১) বলুনতো এটা কি ফুল
 photo DSC01397_zpse2b35aa0.jpg
পথের ধারে নাম হারা ফুল ফুটে থাকে রাত্রি দিনে, যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কিনে
 photo DSC01401_zpsaab606b8.jpg
 photo DSC01402_zpsa4c48076.jpg
প্রকৃতি
 photo DSC01403_zpsbdbd6c1a.jpg
 photo DSC01408_zpsb9bd1504.jpg
 photo DSC01407_zps49bf6b5e.jpg
 photo DSC01412_zps3ed2089d.jpg
 photo DSC01415_zps9ee2d1ea.jpg
 photo DSC01417_zpsddcb9bc2.jpg
কাচা মরিচ
 photo DSC01424_zps9dcc53a6.jpg
(২) বলুনতো এটা কি ফুল
 photo DSC01425_zps2f052e05.jpg
ভুট্টা
 photo DSC01426_zps54e30a73.jpg
 photo DSC01430_zpsc94c0a23.jpg
মেঘ মিদুর বরষা
 photo DSC01435_zps51f4ca56.jpg
 photo DSC01444_zps95809b50.jpg
গ্রামের আসল রূপ
 photo DSC01436_zpse928ab52.jpg
আম, এবার দেশে আমের ফলন খুব একটা ভাল দেখা যায়নি তবুও দুই একটা গাছে বেশ দেখার মত কিছু আম এসেছে
 photo Mango_zps570aa963.jpg
 photo Mango4_zps49eaf2e0.jpg
খেলার মাঠে
 photo DSC01441_zpsa54b35a3.jpg
কাউন
 photo DSC01449_zpse3aab393.jpg
বাংগী
 photo DSC01450_zps658daf4d.jpg
বিজয় নগর বাজারে এক দোকানের টেলিভিশনে রানা প্লাজায় ১৭ দিন পরে জীবিত উদ্ধার পাওয়া রেশমার সংবাদ দেখছে গ্রামের লোকজন
 photo DSC01454_zps4e9465cc.jpg
বিজয় নগর পোস্ট অফিস
 photo DSC01457_zps246d1695.jpg
বিজয় নগরেরে কিশোর বাবু
 photo DSC01464_zps1c3aa5f4.jpg
বিজয় নগর থেকে ফেরার পথে এই ছেলে দুটিকে বাঁশী কিনে দিলাম ওদের একটু হাসি দেখার জন্য
 photo DSC01462_zps1d1f1c4f.jpg
 photo DSC01465_zps5d4559a8.jpg
ভাই বোনে বেগুন তুলছে
 photo DSC01467_zpsf28598b1.jpg
আমি যখন ছোট ছিলাম তখন এই তাল গাছের পাতা দিয়ে বাঁশী বানিয়ে দিত আমার এক দাদা। এখন সে দাদাও নেই গাছের পাতাও আর হাতের নাগালে নেই
 photo Talgach2_zps76db354e.jpg
(৩)বলুনতো এটা কি ফুল?
 photo DSC01473_zpsccfea2bd.jpg
ঢেরশ
 photo DSC01475_zps667f140e.jpg
ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা
 photo Dhan3_zps6e25a120.jpg
হিজল
 photo DSC01483_zps8b3c1752.jpg
 photo DSC01482_zps596c01bc.jpg
 photo DSC01481_zps05af06b5.jpg
কলা
 photo DSC01485_zps7f7e23a9.jpg
সুস্বাদু এবং দারুণ সুগন্ধিযুক্ত গাব
 photo DSC01486_zps1913e26c.jpg
সোনালি , আমাদের মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় এর নাম বাদরের লাঠি
 photo DSC01487_zps581f90bb.jpg
আঁখ
 photo DSC01490_zpsf1097e5c.jpg
পাট
 photo DSC01492_zps645d6cfa.jpg
লাল ডাটা
 photo DSC01493_zps79cf107c.jpg
ধন ধান্যে পুষ্পে ভরা আমার এই বসুন্ধরা
 photo Dhan5_zps20bb4907.jpg
পাথরের যাতিতে ডাল ভাঙ্গা হচ্ছে
 photo DSC01497_zpsda40e414.jpg
কাচা মরিচ তোলা হচ্ছে
 photo DSC01499_zps72c4146f.jpg
তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়?

No comments:

Post a Comment

Thank you very much for your comments.