Thursday 16 May 2013

যে শোক ভোলা যায় না


 সাভারে দালান ধ্বসে মৃত্যু। যে জীবন থেমে গেল চিরদিনের জন্য। ভাষা যেখানে স্তব্ধ....................................
এইতো একটু আগেও ছিল কত স্বপ্ন, কত আশা, কত সাধ!! মান অভিমান, হাসি কান্না। প্রিয় জনের কিনে দেয়া কিংবা নিজের জমান টাকায় কেনা নুপুর পায়ে এখন সবই অতীত .................................... এই পদতল কাকে দেখিয়ে গেল, কি বলে গেল এই মেয়ে?



৪।
৫।
৬।
 ভাষা যেখানে স্তব্ধ.........
৭।
৮।

১০।
১১।
১১২


১৫।
১৬।
১৭।
১৯। এই সেই ডাক্তার যার নাম নদী যিনি নদীর মতই ভাল বেসে প্রাণ ফিরিয়েছে অনেক আহতদের।
১৮
২০। ভবনের তিন তলায় তৈরী হতো এই প্রাইমা

র্ক  কোম্পানির পোষাক যা ইউরোপের সবচেয়ে সস্তা বাজার তৈরী করেছিল এই শ্রমিকদের পেটে লাথি মেরে
২১।
এই সেই দুই তরুন যারা মোবাইল ফোন টপ আপ করা এবং মোবাইলে ফোন করার ব্যাবসা করে কিন্তু তারা বর্তমান বিশ্বে সবচেয়ে লাভজনক ব্যবসায়ি বড় বড় মোবাইল কোম্পানির গালে লাথি মেরে সবাইকে ফ্রী ফোন করার সুযোগ দিয়েছে নিজের বুকে প্ল্যাকার্ড ঝুলিয়া বিজ্ঞাপন দিয়ে।

২৩।
২৪,
২৬
 
মরলে দুইজনে এক সাথে মরব এমন কথা শুধু মুখে মুখে শুনে এসেছি আর গল্প সিনেমায় দেখেছিকিন্তু এই কঠিন কথা এক সময় বাস্তবে দেখতে হবে তা কোন দিন ভাবিনি।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.