Tuesday 26 March 2013

বিজয়ের গান


ওগো মাটির পৃথিবী,
একটি কথা আজ শোন
তোমার বুকে ওড়ে লাল সবুজের পতাকা

তুমি কি তা জান?
কত রক্ত দিয়ে কিনেছি তাকে
মায়ের মত ভালবাসতে শিখেছি যাকে।

কত ভাই উজার করে দিয়েছিল কত রক্ত
কত বোন উজার করে দিয়েছিল কত মমতা।
মমতা রক্তে মিশে মাখামাখি করে হয়েছে খাঁটি
শষ্য শ্যমলে ভরা সবুজের প্রান্ত ছোয়া মাটি।
অগ্নিবীনা বাজাও তবে খুলে মনপ্রাণ
হৃদয়ের তারে তোল সুমধুর তান।

এসো আজ গাই তবে বিজয়ের গান
পতাকার নিচে দাঁড়িয়ে সুর্যটাকে কর আহবান।
চেয়ে দেখ ওই দূর হয়ে গেছে সব আঁধার
কে আছে আজ পথের মাঝে দুয়ার রুধিবার?

No comments:

Post a Comment

Thank you very much for your comments.