Tuesday, 4 December 2012

ঈদ মোবারক

Eid Mubarak
ছবিঃ তাসমিনা খালিদ
রাত পোহালে পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ আমেরিকায় ঈদ হবে, আমাদের এদিকে হবে ইনশাল্লাহ আগামী পরশু। এই পোস্ট দেয়ার সময় আমার কম্পিউটার এবং নীল নক্ষত্র ব্লগে বহু
প্রতিক্ষীত ঈদের চাঁদের ১% দেখা যাচ্ছে।
ঈদ মোবারক বল সবাই কাঁধ মিলিয়ে কাধে
ঘরে ঘরে এলো আজ ঈদের খুশী বাঁকা চাঁদের সাথে।
সেমাই জর্দা ফিরনি পায়েস খেয়ে চল ঈদগাহেতে যাই
সবাই মিলে পরব নামাজ ধনী গরীব আমরা যেন ভাই।

নামাজ শেষে করব মোলাকাত বুকে বুকে মিলে
পুরনো সব দু;খ ব্যাথা যা ছিল সব ভুলে।
ঈদ মানে এমন খুশী, শুধু নিজে খুশী নয়
পাড়া পড়শি কুটুম জ্ঞাতি সবাই মিলে হয়।
ভোগের সাথে ত্যাগ করে আজ করলে নিমন্ত্রণ
শরিক হবে ধনী গরীব একই বেশে এরই নাম মিলন।
পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছেন সবার জন্য আমি মোঃ খালিদ উমর এবং ইজি রেসিপির পক্ষ থেকে ঈদ মোবারক। সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুণ এই প্রত্যাশা

No comments:

Post a Comment

Thank you very much for your comments.