Tuesday 4 December 2012

মৌন সঙ্গীত-২০

আজকের বিষয়ঃ বিখ্যাত সেতু
১। Westminster Bridge (London, England) ডান পাশে দেখা যাচ্ছে সমস্ত পৃথিবীর সময় নিয়ন্ত্রণকারী বিগ বেন ঘড়ি এবং ভৌগলিক অবস্থানের মাপ নিরূপন করা হয় এখান থেকে, শূণ্য ডিগ্রি দ্রাঘিমাংশ।
Westminster Bridge (London, England)bridges (17)

২। Tsing Ma Bridge (Hong Kong, China) হং কং এবং চীনের সংযোগকারি ব্রিজ।
Tsing Ma Bridge (Hong Kong, China)bridges (10)
৩। The Kintai Bridge (Iwakuni, Japan)
The Kintai Bridge (Iwakuni, Japan)bridges (5)
৪। Thailand-Kwai-train Bridge
Thailand-Kwai-train
৫। San Diego – Coronado Bridge (San Diego, USA) ১৯৬৯ সালে নির্মিত এই ব্রিজের নিচে সমুদ্র পৃষ্ঠ হতে ২০০ ফুট ক্লিয়ারেন্স রয়েছে। ওনেক বড় জাহাজও এই ব্রিজের নিচে দিয়ে যাতায়াত করতে পারে।
San Diego - Coronado Bridge (San Diego, US) bridges (13)
৬। Ponte Vecchio (Florence, Italy)
Ponte Vecchio (Florence, Italy)bridges (6)
৭। Nanpu Bridge, Shanghai সব চেয়ে স্বল্প সরক ব্যবহারকারী ব্রিজ, এই ব্রিজে উঠা এবং নামার জন্য অত্যান্ত স্বল্প সরক ব্যবহার হয়।
Nanpu Bridge Shanghai bridge (19)
৮। Millau Bridge (Tarn Valley, France) টানা তারের উপর দীর্ঘতম ব্রিজ।
Millau Bridge (Tarn Valley, France)bridges
৯। Magdeburg Water Bridge (Magdeburg, Germany) এই ব্রিজের উপরে দিয়ে গাড়ি ঘোড়া চলে না এখানে চলে জাহাজ, বোট ইত্যাদি, এর নিচের খাল দিয়েও বোট ও নৌকা চলে। এটি পুর্ব ও পশ্চিম দুই বার্লিনকে সংযুক্ত করেছে
Magdeburg Water Bridge (Magdeburg, Germany bridges (16)
১০। London Richmond bridge (Tames River) টেমস নদীর উপরে সবচেয়ে পুরাতন ব্রিজ।
London Richmond bridge( Tames20)
১১। আমার শিকড় আমার প্রেম। আমার গর্ব আমার অহংকার যমুনা ব্রিজ
Jamuna_Bridge
Jamuna
১২। Hangzhou Bay Bridge (Zhejiang, China) Ocean crossing bridge পৃথিবীর দীর্ঘতম সামুদ্র পারাপারের ব্রিজ।
Hangzhou Bay Bridge (Zhejiang, China) Ocean crossing bridges (15)
১৩। Golden Gate Bridge (San Francisco, USA) ১৯৩৭ সালে নির্মিত ৮৯২১ ফুট দৈর্ঘের সবচেয়ে দীর্ঘ সাসপেনসন ব্রিজ।
Golden Gate Bridge (San Francisco, US)bridges (7)
১৪। Gateshead Millenium Bridge (Gateshead, England) পৃথিবীর এক মাত্র ঝুলন্ত ব্রিজ।
Gateshead Millenium Bridge (Gateshead, England)bridges (3)
১৫। Fehmarn Belt Bridge (Baltic Sea, Germany and Denmark) জার্মান এবং ডেনমার্ককে সংযুক্ত করেছে এই ব্রিজ। ২’২ বিলিয়ন ডলার খরচ করে এই ব্রিজের নির্মান কাজ ২০১৮ সালে যখন সমাপ্ত হবে তখন এর দৈর্ঘ হবে ১১’৮ মাইল।
Fehmarn Belt Bridge (Baltic Sea, Germany and Denmark)bridges (2)
১৬। Erasmusbrug (Rotterdam, Netherlands)
Erasmusbrug (Rotterdam, Netherlands)bridges (4)
১৭। Denmark Oresund Bridge (Oresund Strait, Denmark and Sweden) ডেনমার্ক এবং সুইডেনকে সংযুক্ত করেছে এই ব্রিজ, এটার দুই পাড়ের অংশ পানির উপরে এবং মাঝের অংশ পানির নিচে টিউব। ১৬০৮ ফুট দৈর্ঘের এই ব্রিজ দিয়ে বছরে প্রায় ৬০’০০০ যাত্রী বাস, ট্রাক এবং লরিতে পারাপার হয়।
Denmark Oresund Bridge (Oresund Strait, Denmark and Sweden)bridges (9)
Denmark n Sweden-tunnel
১৮। Brooklyn Bridge NY City (USA) সবচেয়ে পুরাতন এবং এর নির্মাণ কালে সবচেয়ে দীর্ঘ সাসপেনসন ব্রিজ।
Brooklyn Bridge NY City USA bridges (18)
১৯। Bosphorus Bridge (Istanbul, Turkey) এই ব্রিজ এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছে। পৃথিবীর দুইটি মহাদেশকে সংযুক্তকারী একমাত্র ব্রিজ।
Bosphorus Bridge (Istanbul, Turkey) bridges (12)
২০। Akashi-Kaikyō Bridge (Kobe-Naruto, Japan) এই ব্রিজকে মনে করা হয় সকল সাসপেনসন ব্রিজের পিতা।
Akashi-Kaikyō Bridge (Kobe-Naruto, Japan)bridges (14)
আজ এখানেই বিরতি, আগামীতে আবার দেখা হবে ভিন্ন কোন আয়োজনে। আপনাদের কোন জিজ্ঞাসা বা প্রত্যাশা থাকলে নির্দ্বিধায় জানাবেন চেষ্টা করব তা হাজির করতে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভাল থাকুন।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.