Friday 28 December 2012

গানে গানে কবিতা


কবিতার মাঝে পেতে চাই জীবনের ছন্দ
তাই বুঝি নেচে ওঠে এই হৃৎপিণ্ড।
হাসি আর গানে ভরে হবে উদ্ভাস

তাই বুঝি মনে আজ এত উচ্ছ্বাস।

পড়েছ কি যা লিখেছে কবি কাজী গুরু
তাই দিয়ে আজ কর কবিতার শুরু।
এপাশে ওপাশে রেখো কিছু অনুপ্রাস
ছন্দে গন্ধে বর্ণে ভরা সাবলীল প্রকাশ।

তুমি আমি চল আজ লিখে যাই কিছু পংতি
সুরে তালে পড়ে যেন নেচে ওঠে ধমনী।
কোথা গেলে যুঁই কামিনী নিয়ে এসো বরষা
যামিনী যেন গুনগুন গেয়ে ওঠে সহসা।

তাই বুঝি রিমঝিম দোলা দেয় বৃষ্টি
ধরণীর বুকে যেন এক অপরূপ সৃষ্টি।
মাঠে ঘাটে চারিদিকে ঝরে কত সুর
মন বলে স্বপ্ন পুরী যেন বেশী নয় দূর।


No comments:

Post a Comment

Thank you very much for your comments.