Tuesday, 1 January 2013

শুভেচছা-২০১৩

পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যে যেখানে আছেন সবার জন্য এই নতুন বছরের শুভেচ্ছা। আগামীতে সবাই ভাল থাকুন, সুন্দর থাকু্‌ন, সবার মনের অপূর্ণ আশা পূর্ণ হোক এবং এই ফুলের মত রঙ্গে রঙ্গে রঙ্গীন হয়ে উঠুক সবার জীবন এমনই প্রত্যাশা -


বছরের পর বছর ঘুরে নতুন বছর আসে
পৃথিবীকে সাজিয়ে নতুন রঙ্গে, নতুন সুবাসে।
ফেলে আসা স্মৃতি পিছু টানে মায়ার বাঁধনে
তবু সে বাঁধন ছিড়ে আসে যুগের আহ্বানে।
অতীতে রোপিত বাসনা বৃক্ষ সাজিয়ে ফুলে ফুলে
এসো হে নবীণ বর্ষ চঞ্চল ছন্দে দুলে।
রক্তিম সুর্যের সাথে বরণ গীত গেয়ে
বসে আছি মালা হাতে পথ পানে চেয়ে।
তোমার পরশে আশালতা ভরে ফুটবে নতুন মঞ্জরী
এসো হে দুই হাজার তের সালের পহেলা জানুয়ারী।

4 comments:

  1. আমাদের দেশে ইংরেজি নতুন বছর পালন করা এখন একটা রেওয়াজ হয়ে গেছে।

    ReplyDelete
  2. ধন্যবাদ সাহাদত ভাই। আপনাদের জন্যও এ বছর সুন্দর হোক এই কামনা। ভাল থাকুন।

    ReplyDelete
  3. ধন্যবাদ অচেনা ভাই। নতুন বছর আপনার জন্য সুখ শান্তি বয়ে আনুক। ভাল থাকবেন। আবার দেখা হবে।

    ReplyDelete

Thank you very much for your comments.