Friday 30 November 2012

সুন্দর বনের গোল পাতা

 ১। ফণি মনষার ফুল
 Photobucket
গতকাইল সুন্দর বনে গেইলাম। আফিসের একটুক কাজ ছেল তাই। পথে দিগরাজে দেইলাম মেলা ফণি মনষার জঙ্গল। ড্রাইভাররে কইলাম এই গাড়িখান ইট্টু থামাও দেহি। জঙ্গলে দেহি ফণি মনষার ফুল
ফুইটে রয়েছে। একখান ছবি নিয়া আবার গাড়ি ছাইরা দিতি কইলাম। ছবি নিতি গিয়ে পায়ে কাটা ফুইটে গেল দুইডা, এহনও সেই ব্যাথা রইয়েছে। ডাইংমাড়ির কাছে বোট ভিরাইয়া নামলাম। দেহি গোল গাছ। এই যে ছবি গুলান দেইখা নারকেল গাছের চারা মনে হইতিছে এইগুলি আসলে গোল গাছ। আবার দেহি গোল ফুল আর ফল। মনে মনে ভাইবলাম কত্ত জনে এইগুলা কিচ্ছু দেহে নাই তাই কয়টা ফটু দিয়া দিলাম, আপনারা সব্বাই মিলা মিশা দেহেন, ঝগড়া ঝাটি কইরেন না-


২। গোল গাছ-, পাশের রাস্তা দিয়া মাইনষে হাইটা যাতিছে
Photobucket
৩। কচি গোল ফল-
Photobucket
৪। গোল ফল-, এই ফল বাত্তি হইলে খাওয়া যায়, তালের শাসের মত লাগে।
Photobucket

No comments:

Post a Comment

Thank you very much for your comments.