Friday 30 November 2012

জোসনা ভেজা স্বপ্ন


Photobucket
ছবিঃ তাসমিনা খালিদ (আমার ছোট মেয়ে)।

 
 তোমাকে জানতে চেয়েছি পৌষের হিমেল বাতাসে,
চৈতি খর দহনে, বৈশাখী ঝড়-জলে,
আর শরতের সুনীল আকাশে।

তোমাকে দেখতে চেয়েছি জ্যোৎস্না রাতে ধবল চাঁদের পাশে,
কাজল মেঘের গহনে, অবাক বিস্ময় বিহবলে
পপড়ি ছড়ানো পথের দেশে।

স্বপনের সুদূরে সোনালী নদী, বয়ে চলে ঝিলিমিলি শান্তি,
মরু প্রান্তরে, কাটে অমানিশা,
পথ ভোলা পথিকের পথের দিশা।

প্রতীক্ষার জ্বলন্ত অগ্নিগিরি নিয়ে বুকে বসে আছি,
দেখবো শিশির স্নাত তোমাকে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.