Thursday 22 May 2014

সন্ধ্যা বেলার কামিনী

স্বপন সঘন বিরহ মগন
সন্ধ্যা বেলার কামিনী
দিলাম তোমায় উপহার আমি
সাজাতে বাসর যামিনী।


লিখেছি আমার বিরহ লিপি
বরষা মগন দুচোখে
তবুও তোমায় বাঁধতে পারিনি
দিয়েছ ব্যাথা এ বুকে।


কত নিশি যায়, রাত ভোর হয়
বরিষণ হয় সারা
শূন্য এ বুকে ফিরে তো আসো না
নয়ন অশ্রু হারা।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.