Friday 7 June 2013

আমার গানের মালা' ফুলে ফুলে আলোময়


 photo Lavlu104.jpg
সুর ও কণ্ঠঃ শতদল হালদার
তালঃ জলদ দাদরা
সেদিনও যেখানে ছিল ধূলিময়
আজ সেখানে ফুলে ফুলে আলোময়।।
 মেলিয়া পাপড়ি
নাচিছে গোলাপ আর করবী
সকলে মিলে বেধেছি মোরা
জেসমিন বেলি আর জবা ফুলেরই তোড়া।।

গন্ধরাজ ছড়ায় গন্ধ হায় সকলের মনহরা
এরই মাঝে ফুটে আছে কৃষ্ণচূড়া
তাই দেখে বলে হাস্নাহেনা
তোমরা আমাদের ভুলে যেয়ো না।।
গানের অডিও লিঙ্কঃ সেদিনও যেখানে ছিল ধূলিময়

No comments:

Post a Comment

Thank you very much for your comments.