Monday 20 May 2013

অনন্ত প্রতীক্ষা





আঙ্গিনার বকুল শাঁখে কারে ডাকে পাখি
বনফুলে  গেঁথে মালা কারে পরাবি সখী।
দু’টি ফুল গুজে শিথিল কবরীতে
চঞ্চল আঁখি মেলে কারে ভুলাবি চকিতে।

ক্ষণে ক্ষণে অলি এসে ফিরে যায়
পুলকিত পবনে সেতো ধরা নাহি দেয়।
সোনার খাঁচায় বাধা যায়না তারে যতনে
চোখের জলে তারে কেমনে বেধে রাখি।
স্নিগ্ধ মগ্ন বেনুছায়া দোলে মৌন ভঙ্গীতে
সিক্ত সুপ্ত হাওয়া মুখরিত ভৈরবী সঙ্গীতে
বনফুলে গাথা মালা ভালবাসে গীতিময়
প্রণয় মালা সাজিয়ে সখী টাই বসে থাকি

No comments:

Post a Comment

Thank you very much for your comments.