পূর্ব সূত্রঃ আমার শিকড় আমার প্রেম-২
এইতো সেদিন ১লা মার্চ শুক্রবার সকালে গিন্নী সহ বেরিয়ে পড়লাম শিকড়ের উদ্দেশ্যে। গত রমজানের ঈদের পরেই যাবার কথা ছিল কিন্তু সেই দুর্ঘটনার জন্য যাওয়া হয়নি। মনটা বড়ই অস্থির হয়ে ছিল। এত দিনে সুস্থ হবার পর আর দেরি করতে পারলাম না।
টেকনিক্যাল থেকে মানিকগঞ্জের বাসে উঠে পড়লাম। ঘন্টা দেড়েকের মধ্যে মানিকগঞ্জ নেমে বেশ কিছুক্ষণ এখানে সেখানে ঘুরলাম। দেরি হচ্ছিল বলে গিন্নী বকছিল। তাকে বললাম বেড়াতে এসেও কি একটু স্বাধীন হব না? যথারীতি চির চেনা কায়দায় একটু হেসে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি তাই কর। কিছু ফল কিনতে গিয়ে দেখি মানিকগঞ্জে কোন বিদেশি ফল নেই। এক দোকানে জানতে চাইলে তারা বলল এখানে ফরমালিন দেয়া ফল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। বাহ, শুনে খুব ভাল লাগল। অগত্যা রাস্তার পাশের এক দোকান থেকে সিঙ্গারা আর চা খেয়ে আবার উঠলাম ঝিটকার বাসে। দুপুর নাগাদ ঝিটকা নেমে প্রথমে শ্যালক মহাশয় রতনের খোঁজ করলাম। দেখি তিনি বাসস্ট্যান্ডের বট বৃক্ষের নিচে এক চায়ের দোকানের বেঞ্চে বসে আছেন। আর এক দফা চা খেয়ে ব্যাগ সহ গিন্নিকে একটা রিকশায় তুলে দিয়ে আমরা দুইজন হাটা শুরু করলাম আর এই সমস্ত ভ্রমনে যা যা দেখেছি তার অনেক কিছু যথারীতি আমার মোবাইলের ক্যামেরায় ধরে নিয়ে এসেছিঃ
১। খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি



২। নিশি দিন পড়ে মনে তাল নারকেল সুপারি বনে

৩।

৪।

৫।

৬। মসুরী

৭। সরষে

৮।

৯।

১০।

১১।

১২। আলুক্ষেত

১৩।

১৪। মৌরী

১৫।

১৬।

১৭। সরোষে ঘরে তোলার প্রস্তুতি

১৮।

১৯।

২০।

২১।

২২।

২৩।

২৪। মরিচের চারা তোলা হচ্ছে

২৫।

২৬। মরিচের চারা লাগান হচ্ছে

২৭।

২৮।

২৯।

৩০।

৩১।

৩২।

৩৩।

৩৪।

৩৫।

৩৬।

৩৭।

৩৮।

৩৯।

৪০।

তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়?
পরবর্তী পর্বে সমাপ্ত
এইতো সেদিন ১লা মার্চ শুক্রবার সকালে গিন্নী সহ বেরিয়ে পড়লাম শিকড়ের উদ্দেশ্যে। গত রমজানের ঈদের পরেই যাবার কথা ছিল কিন্তু সেই দুর্ঘটনার জন্য যাওয়া হয়নি। মনটা বড়ই অস্থির হয়ে ছিল। এত দিনে সুস্থ হবার পর আর দেরি করতে পারলাম না।
টেকনিক্যাল থেকে মানিকগঞ্জের বাসে উঠে পড়লাম। ঘন্টা দেড়েকের মধ্যে মানিকগঞ্জ নেমে বেশ কিছুক্ষণ এখানে সেখানে ঘুরলাম। দেরি হচ্ছিল বলে গিন্নী বকছিল। তাকে বললাম বেড়াতে এসেও কি একটু স্বাধীন হব না? যথারীতি চির চেনা কায়দায় একটু হেসে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে তোমার যা খুশি তাই কর। কিছু ফল কিনতে গিয়ে দেখি মানিকগঞ্জে কোন বিদেশি ফল নেই। এক দোকানে জানতে চাইলে তারা বলল এখানে ফরমালিন দেয়া ফল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। বাহ, শুনে খুব ভাল লাগল। অগত্যা রাস্তার পাশের এক দোকান থেকে সিঙ্গারা আর চা খেয়ে আবার উঠলাম ঝিটকার বাসে। দুপুর নাগাদ ঝিটকা নেমে প্রথমে শ্যালক মহাশয় রতনের খোঁজ করলাম। দেখি তিনি বাসস্ট্যান্ডের বট বৃক্ষের নিচে এক চায়ের দোকানের বেঞ্চে বসে আছেন। আর এক দফা চা খেয়ে ব্যাগ সহ গিন্নিকে একটা রিকশায় তুলে দিয়ে আমরা দুইজন হাটা শুরু করলাম আর এই সমস্ত ভ্রমনে যা যা দেখেছি তার অনেক কিছু যথারীতি আমার মোবাইলের ক্যামেরায় ধরে নিয়ে এসেছিঃ
১। খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি



২। নিশি দিন পড়ে মনে তাল নারকেল সুপারি বনে

৩।

৪।

৫।

৬। মসুরী

৭। সরষে

৮।

৯।

১০।

১১।

১২। আলুক্ষেত

১৩।

১৪। মৌরী

১৫।

১৬।

১৭। সরোষে ঘরে তোলার প্রস্তুতি

১৮।

১৯।

২০।

২১।

২২।

২৩।

২৪। মরিচের চারা তোলা হচ্ছে

২৫।

২৬। মরিচের চারা লাগান হচ্ছে

২৭।

২৮।

২৯।

৩০।

৩১।

৩২।

৩৩।

৩৪।

৩৫।

৩৬।

৩৭।

৩৮।

৩৯।

৪০।

তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়?
পরবর্তী পর্বে সমাপ্ত
No comments:
Post a Comment
Thank you very much for your comments.