পূর্ব সূত্রঃ আমার শিকড় আমার প্রেম-৩
৪১। মেঠো পথের পাশে নাম না জানা বুনো ফুল

৪২।

৪৩। দিগন্ত বিস্তৃত মেঠো প্রান্তর, সময়ের হাত ধরে চলে নিরন্তর-

৪৪।

৪৫। শ্যমলা মায়ের সবুজ বনে

৪৬।

৪৭। জৈন

৪৮।

৪৯।

৫০।

৫১।

৫২।

৫৩।

৫৪। পরদিন ঝিটকা আসার সময় বাজারে ঢোকার পথে

৫৫। ঝিটকা বাজার

৫৬।

৫৭। এই ন্যারা বট বৃক্ষের নিচেই বসেছিল আমার শ্যালক মহাশয়

৫৮।

৫৯। ঝিটকা গার্লস স্কুল, আমার স্ত্রী যেখান থেকে পতিসেবা শিখেছিলেন

৬০। স্কুল পরিচালন কমিটির ডাঃ মামুন সহ স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয় বালার হাতে তুলে দিচ্ছেন আমার “জীবন পথের বাঁকে বাঁকে”

৬১। আমাদের এলাকার বাতিঘর ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এই স্কুল থেকে জ্ঞানের মশাল হাতে পেয়েছিলেন আমার বাবা, চাচা, শ্বশুর এবং আমার পূর্ব পুরুষেরা এবং আমিও এখান থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম

৬২।

৬৩।

৬৪। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ওয়াজেদ স্যারের হাতে তুলে দিচ্ছি আমার জীবন পথের বাঁকে বাঁকে

৬৫। আকা বাকা মেঠো পথে

৬৬।

৬৭।

৬৮।

৬৯।

৭০।

৭১।

৭২।

৭৩। তামাক ক্ষেত

৭৪। তামাক রোদে শুকানো হচ্ছে

৭৫। গম

৭৬।

৭৭।

তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়?

৪২।

৪৩। দিগন্ত বিস্তৃত মেঠো প্রান্তর, সময়ের হাত ধরে চলে নিরন্তর-

৪৪।

৪৫। শ্যমলা মায়ের সবুজ বনে

৪৬।

৪৭। জৈন

৪৮।

৪৯।

৫০।

৫১।

৫২।

৫৩।

৫৪। পরদিন ঝিটকা আসার সময় বাজারে ঢোকার পথে

৫৫। ঝিটকা বাজার


৫৬।

৫৭। এই ন্যারা বট বৃক্ষের নিচেই বসেছিল আমার শ্যালক মহাশয়

৫৮।

৫৯। ঝিটকা গার্লস স্কুল, আমার স্ত্রী যেখান থেকে পতিসেবা শিখেছিলেন

৬০। স্কুল পরিচালন কমিটির ডাঃ মামুন সহ স্কুলের প্রধান শিক্ষিকা প্রিয় বালার হাতে তুলে দিচ্ছেন আমার “জীবন পথের বাঁকে বাঁকে”

৬১। আমাদের এলাকার বাতিঘর ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত এই স্কুল থেকে জ্ঞানের মশাল হাতে পেয়েছিলেন আমার বাবা, চাচা, শ্বশুর এবং আমার পূর্ব পুরুষেরা এবং আমিও এখান থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম

৬২।

৬৩।

৬৪। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ওয়াজেদ স্যারের হাতে তুলে দিচ্ছি আমার জীবন পথের বাঁকে বাঁকে

৬৫। আকা বাকা মেঠো পথে

৬৬।

৬৭।

৬৮।

৬৯।

৭০।

৭১।

৭২।

৭৩। তামাক ক্ষেত

৭৪। তামাক রোদে শুকানো হচ্ছে

৭৫। গম

৭৬।

৭৭।

তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়?
No comments:
Post a Comment
Thank you very much for your comments.