Monday 4 February 2013

ফাগুনের আগুন


চৈত্র মাসের পরে বৈশাখে ফোটে কামিনী
তাই যেন মধুময় গ্রীষ্মের যামিনী।
জৈষ্ঠ মাসের পরে আসে আষাঢ়
কত রঙের ফুল ফোটে কত না বাহার।


সাদা আর লাল নীল হলুদ সবুজ
তাই দেখে শিশু মন হয় যে অবুঝ।
ছিড়ে দে দোলন চাপা আর ওই দোপাটি
ছিড়ে যেন ফেলে দাদুর জামাটি।

দাদু বলে ছিড়িসনে ফুল শুধু দেখে নে
দেখে দেখে ফুল গুলির নাম শিখে নে।
শ্রাবণে মেলে পাপড়ি অপরাজিতা
তাই নিয়ে কবি লেখে সুন্দর কবিতা।

ভাদ্র গেলে আশ্বিনে খোঁপায় গুঁজে বেলি
গান গায় হাতে নিয়ে যুঁই চামেলি।
কলমি ফুল আঁখি মেলে কার্তিক মাসে
অঘ্রাণে নবান্নের সুবাস বাতাসে ভাসে।

পৌষ মাসে কুয়াশা ঢাকা সন্ধ্যা
ফুটে থাকে শুভ্র সুবাসিনী রজনী গন্ধা।
ফাল্গুনে ফোটে ফুল কৃষ্ণচূড়া
টুকটুকে লাল রঙ দেখে যা তোরা।

মনে হয় গাছে যেন লেগেছে আগুন
আমাদের করেছে ধন্য এ মাস ফাগুন।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.