Wednesday 13 February 2013

ফাল্গুনের গান


জল ঝরাইয়া মায়ের চোখে
শিমুল ফুলের কলি
কেন সাজাইলা ফাগুনেরে

রক্তে রাঙ্গা তুলি।।এই মাসেতে গান থামাইল
সবুজ বনের পাখি
পথ হারাইল পায়রা গুলি
মেইলা সজল আঁখি
রফিক শফিক ছালাম বরকত
নিজে হইল বলি।।
গুলির মুখে শহীদ হইল
কত সোনার চান
কেহ বলে আল্লা রসুল
কেউবা ভগবান
যাদের কথায় গাইল যে গান
দোয়েল শ্যামা বুলবুলি।।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.