বসন্ত স্নান করেছি স্বাধীনতা সরোবরে
আনন্দ বৃষ্টি তখন ঝরেছিল অঝোরে।
পলাশ কলি ফুটেছিল মনের উল্লাসে
শোণিত সাগরে ভেজা রক্তিম পরশে।
স্বপ্ন মাখা স্বাধীনতা মায়ামৃগ ধরিবারে
উষ্ণ হয়েছিল রুধির ধারা ঝলমল রোদ্দুরে।
সহস্র জনতার ঘুম ভাঙ্গানি গান
ভেসে বেড়ায় বাংলার মুক্ত বাতাসে।
এ দেশের ঘরে ঘরে উঠেছে ধ্বনি
দিকে দিকে সুর তুলেছে জাগরনি
নতুন পতাকা তলে দাঁড়িয়ে জনতা
দেখে পূর্ব দিগন্তে হাসে রক্ত রবি।
আনন্দ বৃষ্টি তখন ঝরেছিল অঝোরে।
পলাশ কলি ফুটেছিল মনের উল্লাসে
শোণিত সাগরে ভেজা রক্তিম পরশে।
স্বপ্ন মাখা স্বাধীনতা মায়ামৃগ ধরিবারে
উষ্ণ হয়েছিল রুধির ধারা ঝলমল রোদ্দুরে।
সহস্র জনতার ঘুম ভাঙ্গানি গান
ভেসে বেড়ায় বাংলার মুক্ত বাতাসে।
এ দেশের ঘরে ঘরে উঠেছে ধ্বনি
দিকে দিকে সুর তুলেছে জাগরনি
নতুন পতাকা তলে দাঁড়িয়ে জনতা
দেখে পূর্ব দিগন্তে হাসে রক্ত রবি।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.