Friday 7 December 2012

আমার এ গান


আমার এ গানগুলি রেখে যাব তোমাদের জন্য
মৌ সুরভিত জোছনায় বসে অবসর ক্ষণে শুনো।।




কালির আঁচড়ে গানের ছলে লিখেছি তোমাদের কথা
যা পেয়েছি সবই বলেছি একা থাকারও ব্যথা
মেঘলা আকাশের বেদনা রঙে জীবনের ছবি আঁকা
দেখেছি আমি রেখেছি সযতনে সাজায়ে আপন মনে।।

পাইনি স্বরলিপি খুঁজে ভেসেছি গতিহীন সাগরে
অবহেলা করে খেলা টলমল পদ্মপাতায় আঁধারে
লেখা থেমে যাবে আকাশে যেদিন থাকবে নাকো রবি
সেদিন গাইবে এ গান তোমাদেরই সুরে দিন অবসানে।।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.