Saturday 8 December 2012

নদী


গোমতী কুশিয়ারা পদ্মা যমুনা
এইতো আমার ঠিকানা।

বুড়িগঙ্গার তীরে জানি,
আমাদের রাজধানী।

দক্ষিণে মালঞ্চ, শিবশা, আড়িয়ালখাঁ
তার পাশে বইছে ধীরে কীর্তনখোলা।
করতোয়ার পাড়ে জেলা বগুরা
নব গঙ্গা নদী এসেছে মাগুরা।

পশ্চিমে বইছে ধরলা, তিস্তা, মহানন্দা,
বরিশালে আছে নদী নাম তেঁতুলিয়া।
বন্দর নগরী চট্টলা কর্ণফুলীর তীরে
কত না জাহাজ এখানে এসে ভীড়ে।

রাজহংস সাতার কাটে সাঙ্গু নদীর জলে
নোঙ্গর ফেলে তরী পশুর নদীর তলে।
ইছামতি, তিতাস, ধলেশ্বরী,
তারই পাড়ে আছে আমার ছোট্ট একটি বাড়ি।

কপোতাক্ষ, জয়ন্তী, মধুমতি, মেঘনা,
আরো কত আছে নদী নাম অজানা।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.