Sunday, 2 December 2012

রিম ঝিম বরষা

Photobucket
ছবিঃ ইন্টারনেট
রিমঝিম রিমঝিম বরষা
আকাশ ভেঙ্গে এলো সহসা

সহজেই থামবে নেই ভরসা।।

দুপুরেই নেমে এলো সন্ধ্যা
না বুঝে ফুটেছিল রজনী গন্ধ্যা
আঝোর ধারায় ঝরছে বরষা।।

দাঁড়িয়ে দুয়ারে দেখেছি সহসা
বৃষ্টির ভারে ঝরে পরা বিদিশা
পাপড়ি দলে এসেছে অতিথি
তাকে দেখে নেচে উঠে বন বিথী।

কি যে হবে তার পরিচয়
সে কি আজ আমার হতে চায়
মনে জাগে দোলা আশা নিরাশা।।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.