আজকের বিষয়ঃ পৃথিবীর বিখ্যাত নদী-২[২]।
1. রাশিয়ার ভল্গা নদী

2. চীনের দুঃখ বলে কথিত হোয়াং হো বা ইয়েলো নদী

3.
4. সাউথ ওয়েলসের কার্ডিফ নগরীর কাছে ছোট্ট এক পাহাড়ি গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া আস্ক নদী। এই নদী তীরে ডেফোডিলের ঝোপের পাশে বেঞ্চে বসে আমার জীবনের কয়েকটি বসন্ত চলে গেছে এই নদী বেয়ে আটলান্টিকের গভীর নোনা জলে মিশে।

5. ইংল্যান্ডের উত্তরে নিউক্যাসেল শহরের কাছে দিয়ে বয়ে যাওয়া টাইন নদী। প্রতিদিন এই নদী পার হয়ে আমাকে যেতে হত আমার কর্মস্থলে। চলন্ত বাস থেকে নেয়া ছবি। এই নদীর নাম অনুসারে শহরের নাম হয়েছে নিউ ক্যাসেল আপ অন টাইন।

6. লন্ডনের টেমস নদী। কার্ডিফ যাবার পথে চলন্ত কোচ থেকে নেয়া ছবি

7. আই অফ লন্ডন দেখতে গিয়ে পাড়ে দাঁড়িয়ে নেয়া টেমস এর ছবি

8. সন্ধ্যার টেমস

9. বিখ্যাত স্যাভার্ন নদী। ইংল্যান্ড এবং সাউথ ওয়েলস এর মাঝে দিয়ে বয়ে গেছে। অসংখ্যবার গাড়িতে করে এই নদীর উপর দিয়ে এবং ট্রেনে করে এই নদীর পাশে দিয়ে যেতে হয়েছে জীবন চলার পথে। ছবিটি চলন্ত ট্রেন থেকে নেয়া।

10. স্যাভার্ন নদীর উপরে পুরাতন ব্রিজ। এর পাশেই আর একটি নতুন এবং আধুনিক ব্রিজ হয়েছে।

11. স্যাভার্ন নদীর উৎপত্তি

12. বার্মিঙ্গহামে আমি যে বাড়িতে ছিলাম তার পিছন দিয়ে বয়ে যাওয়া নাম না জানা বরফে জমে যাওয়া নদী

13. এটা কোন নদী নয় ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির একটি মনোরম লেক

13. সাউথ ওয়েলস এর নিউ পোর্টের পাশে দিয়ে বয়ে যাওয়া নাম না জানা নদী। এর পাশে দিয়ে অনেক বার যাতায়াত করতে হয়েছে এই জীবন পথের বাকে।

14. বৃস্টল শহরের মাঝে দিয়ে বয়ে যাওয়া নাম না জানা নদী

15. লেস্টার এর এবে পার্কের মাঝে দিয়ে বয়ে যাওয়া এবে পার্ক নদী, এই নদীর পাড়ে পার্কে বসে গ্রীষ্মের অনেক বিকেল কাটিয়েছি আর এই নদী শুনেছে আমার মনের কত আকুলি বিকুলি বিলাপ।

16. কাবেরী নদী।

17. ভারতের গুজরাটের নর্মদা নদী। (গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা)

18.
19. অসংখ্য ইসলামিক ইতিহাস জড়িত বিখ্যাত মিশরের নীল নদী। সবাই এর ইতিহাস জানেন তাই কিছু লিখলাম না।

20.
21.
22.
23. বিখ্যাত পানামা খাল। এই খালের বৈশিষ্ট কি বুঝতে পেরেছেন? জাহাজ গুলি খাল থেকে ব্লকে ঢুকিয়ে গেট বন্ধ করে পানি ভরে জাহাজ উপরে তুলে পরের ব্লকে নিয়ে আবার একই কায়দায় উপরে তুলে এবং নামার সময় এর উলটো। এভাবেই পাহাড় ডিঙ্গিয়ে জাহাজ পার করা হয়। কোন প্রশ্ন বা কৌতুহল থাকলে জানাবেন

24. পানামা মুল খালের ব্লকে ওঠার আগে

25. শাত ইল আরব বা ফোরাত নদী। এই সেই নদী যার পাড়ে কারবালা প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। যে কাহিনী নিয়ে লেখা হয়েছে বিষাদ সিন্ধু। ডানে ইরাকের বসরা নদীর পাড়ে আমাদের দেশের লাউ এর মাচার মত আঙ্গুরের মাচা আর বায়ে একটু সামনে এগিয়ে ইরানের আবাদান, নদীর পাড়ে রয়েছে অনেক খেজুর বাগান। বিশ্বের সবচেয়ে বড় পেট্রোলিয়াম রিফাইনারি। এর থেকে মাত্র ৪০ মাইল দূরেই আরব্য উপসাগর। অনেক স্মৃতি জড়ানো এই শাত ইল আরব নদী। জেলেদের কাছ থেকে একটা ইলিশ মাছ কিনেছিলাম এক কার্টুন মার্লবোরো সিগারেট দিয়ে কিন্তু মাছে ইলিশের পরিবর্তে ছিল পেট্রোলিয়ামের গন্ধ।

26. সুয়েজ খাল, ছবি; ইন্টারনেট

ছবি সূত্রঃ কিছু আমার নিজের এবং কিছু ইন্টারনেট থেকে সংগৃহিত।

2. চীনের দুঃখ বলে কথিত হোয়াং হো বা ইয়েলো নদী


4. সাউথ ওয়েলসের কার্ডিফ নগরীর কাছে ছোট্ট এক পাহাড়ি গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া আস্ক নদী। এই নদী তীরে ডেফোডিলের ঝোপের পাশে বেঞ্চে বসে আমার জীবনের কয়েকটি বসন্ত চলে গেছে এই নদী বেয়ে আটলান্টিকের গভীর নোনা জলে মিশে।

5. ইংল্যান্ডের উত্তরে নিউক্যাসেল শহরের কাছে দিয়ে বয়ে যাওয়া টাইন নদী। প্রতিদিন এই নদী পার হয়ে আমাকে যেতে হত আমার কর্মস্থলে। চলন্ত বাস থেকে নেয়া ছবি। এই নদীর নাম অনুসারে শহরের নাম হয়েছে নিউ ক্যাসেল আপ অন টাইন।

6. লন্ডনের টেমস নদী। কার্ডিফ যাবার পথে চলন্ত কোচ থেকে নেয়া ছবি

7. আই অফ লন্ডন দেখতে গিয়ে পাড়ে দাঁড়িয়ে নেয়া টেমস এর ছবি

8. সন্ধ্যার টেমস

9. বিখ্যাত স্যাভার্ন নদী। ইংল্যান্ড এবং সাউথ ওয়েলস এর মাঝে দিয়ে বয়ে গেছে। অসংখ্যবার গাড়িতে করে এই নদীর উপর দিয়ে এবং ট্রেনে করে এই নদীর পাশে দিয়ে যেতে হয়েছে জীবন চলার পথে। ছবিটি চলন্ত ট্রেন থেকে নেয়া।

10. স্যাভার্ন নদীর উপরে পুরাতন ব্রিজ। এর পাশেই আর একটি নতুন এবং আধুনিক ব্রিজ হয়েছে।

11. স্যাভার্ন নদীর উৎপত্তি

12. বার্মিঙ্গহামে আমি যে বাড়িতে ছিলাম তার পিছন দিয়ে বয়ে যাওয়া নাম না জানা বরফে জমে যাওয়া নদী

13. এটা কোন নদী নয় ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির একটি মনোরম লেক

13. সাউথ ওয়েলস এর নিউ পোর্টের পাশে দিয়ে বয়ে যাওয়া নাম না জানা নদী। এর পাশে দিয়ে অনেক বার যাতায়াত করতে হয়েছে এই জীবন পথের বাকে।

14. বৃস্টল শহরের মাঝে দিয়ে বয়ে যাওয়া নাম না জানা নদী

15. লেস্টার এর এবে পার্কের মাঝে দিয়ে বয়ে যাওয়া এবে পার্ক নদী, এই নদীর পাড়ে পার্কে বসে গ্রীষ্মের অনেক বিকেল কাটিয়েছি আর এই নদী শুনেছে আমার মনের কত আকুলি বিকুলি বিলাপ।

16. কাবেরী নদী।

17. ভারতের গুজরাটের নর্মদা নদী। (গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা)

18.

19. অসংখ্য ইসলামিক ইতিহাস জড়িত বিখ্যাত মিশরের নীল নদী। সবাই এর ইতিহাস জানেন তাই কিছু লিখলাম না।

20.

21.

22.

23. বিখ্যাত পানামা খাল। এই খালের বৈশিষ্ট কি বুঝতে পেরেছেন? জাহাজ গুলি খাল থেকে ব্লকে ঢুকিয়ে গেট বন্ধ করে পানি ভরে জাহাজ উপরে তুলে পরের ব্লকে নিয়ে আবার একই কায়দায় উপরে তুলে এবং নামার সময় এর উলটো। এভাবেই পাহাড় ডিঙ্গিয়ে জাহাজ পার করা হয়। কোন প্রশ্ন বা কৌতুহল থাকলে জানাবেন

24. পানামা মুল খালের ব্লকে ওঠার আগে

25. শাত ইল আরব বা ফোরাত নদী। এই সেই নদী যার পাড়ে কারবালা প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। যে কাহিনী নিয়ে লেখা হয়েছে বিষাদ সিন্ধু। ডানে ইরাকের বসরা নদীর পাড়ে আমাদের দেশের লাউ এর মাচার মত আঙ্গুরের মাচা আর বায়ে একটু সামনে এগিয়ে ইরানের আবাদান, নদীর পাড়ে রয়েছে অনেক খেজুর বাগান। বিশ্বের সবচেয়ে বড় পেট্রোলিয়াম রিফাইনারি। এর থেকে মাত্র ৪০ মাইল দূরেই আরব্য উপসাগর। অনেক স্মৃতি জড়ানো এই শাত ইল আরব নদী। জেলেদের কাছ থেকে একটা ইলিশ মাছ কিনেছিলাম এক কার্টুন মার্লবোরো সিগারেট দিয়ে কিন্তু মাছে ইলিশের পরিবর্তে ছিল পেট্রোলিয়ামের গন্ধ।

26. সুয়েজ খাল, ছবি; ইন্টারনেট

ছবি সূত্রঃ কিছু আমার নিজের এবং কিছু ইন্টারনেট থেকে সংগৃহিত।
No comments:
Post a Comment
Thank you very much for your comments.