Friday 16 November 2012

অনামিকা

Photobucket
সেই বসন্ত মেলা
বসেছিল বকুল তলা
তুমি এসেছিলে খোপায় বেঁধে
শিউলি ফুলের মালা।

পরনে ছিল তোমার
বাসন্তী পাড় সাদা শাড়ি
হলুদে ছাপা,
হাতে ছিল কাচের চুড়ি।


কপালের টিপে নিয়েছিলে চন্দন
কাজলে এঁকেছিলে আঁখির বাঁধন
হেসেছিলে মৌ মৌ সুবাসে
চেয়ে দেখেছিলাম মুগ্ধ আবেশে।

ও পাশে গেলে তুমি
কি জানি কি কারণে
তারপরে আর দেখিনি তোমাকে,
নামটা বলেছিলে,
কখন যে ভুলে গেছি আনমনে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.