Sunday 18 November 2012

থেমে যাওয়া কাব্য

Photobucket
[ছবিঃ ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসের মাঝে দিয়ে যে বিখ্যাত নদী বয়ে গেছে সেই স্যাভার্ন নদী। শিবসা নদীর কোন ছবি সঙ্গে নেই বলে এটাকেই নদীর চর এর মডেল হিসেবে বেছে নিলাম।]
সাগর তীরে যাবার পথে
সোনালী স্মৃতি ছিল সাথে
তুমি ছিলে শুধু আভাসে
উজ্জ্বল প্রভাসে।

শিবসা নদীর মোহনা পেড়িয়ে
দেখেছি চর জেগেছে উত্তাল ঢেউ ছাড়িয়ে,
মনে হল যেন
তেমনি চর পরেছিল তোমার হৃদয়ে
যেখানে আটকে পরেছে ভালবাসার তরী
তাই বুঝি বেঁকে গেল স্রোতের গতি।
এই তো, সেদিনও দেখেছি
তোমার হৃদয় নদীর জোয়ারে
উচ্ছল দুরন্ত ঢেউ-এ
আছড়ে পরেছিল প্রথম প্রেম প্রথম সোপানে;
হঠাৎ করে থেমে গেল সেই ঢেউ
পড়ন্ত ভাটার টানে।
আমরা তো ছিলাম সহযাত্রী
একই তরী বেয়ে দু’জনে
হারিয়ে যেতে চেয়েছি এক অচেনা দেশে
ঠিকানা হারা চরে আটকে পরা সেই তরী
ভেসে গেছে মহা স্রোতে মহা সাগরে
বয়ে যাওয়া সেই পথে।
Photobucket
এখনও খুঁজি নিভে যাওয়া সেই কাব্য-শিখা
জানি তা হয়েছে তিরোহিত
আসবে না আর কোন দিন।
আজ বেদনা হয়ে বাজে গানের সুরে
মুছে যাওয়া সে স্মৃতি-
কাটার মালা হয়ে
জড়িয়ে থাকে নিশিদিন।

***  আমাদের দেশটা সত্যিই সুন্দর! আসুন সবাই মিলে এই সুন্দর রেখে যাই আমাদের আগামীর জন্য!

No comments:

Post a Comment

Thank you very much for your comments.