Sunday 25 November 2012

যুগের মালী

কর্কট ক্রান্তি মকর ক্রান্তি ছাড়িয়ে
উত্তর থেকে দক্ষিন মেরু, বিষুব রেখা পেরিয়ে
অশান্ত ঝর বইছে পৃথিবী জুড়ে
লক্ষ জনের অশ্রু ঝরিয়ে বিষাদের সুরে।
এটম নাপাম নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা
শান্তি সোহাগ রাখবে না জমা
পাল্লা ধরেছে সকলে খেলবে মরন খেলা
বসে না যেন বকুল তলে বসন্ত মেলা।
মা কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ধরণী,
অথৈ জলে ডুবে কাঁদে শান্তির তরণী।
শান্তির বাণী বন্দি করেছে সভা সম্মেলন
আর তাপানুকুল ঘরে।
স্কাড রকেট ক্ষেপনাস্ত্র মারণাস্ত্র ছুড়ে বক্ষের পরে
ভিয়েতনাম আফগানিস্তান ইরাক ইরানে
খেলেছে ধ্বংসের খেলা।

যেন ফাল্গুনে বয়েছে কাল বৈশাখীর তান্ডবলীলা
ক্ষমতার দ্বন্দে এনেছে লাঞ্ছনা গঞ্জনা ক্ষুধা
মৃত্যু যন্ত্রনা,
নিভেছে বাসনা প্রদীপ এবং প্রতিবাদের মন্ত্রনা।
সর্বগ্রাসী পিপাসায় শুষ্ক হল পুষ্প বিতান
কোথায় সে যুগের মালি রাখে তার খতিয়ান।

ছোট্ট ভূমিকাঃ লেখাটি অনেক দিন আগের লেখা। সেই যখন ইরাকে যুদ্ধ হচ্ছিল তখনকার প্রেক্ষাপটে। বর্তমানের সাথে তাল মেলাতে হয়ত কিছুটা অসঙ্গতি মনে হতে পারে। সে জন্য ক্ষমা প্রার্থী।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.