Sunday 25 November 2012

আমার শিকড় আমার প্রেম-২

১। কাঠালের মুচি আসছে।
Photobucket

পূর্ব সূত্রঃ আমার শিকড় আমার প্রেম-১
এইতো সেদিন বৃহষ্পতিবার রাতে শোবার পর হঠাত গ্রামের কথা মনে হল। গিন্নিকে বললাম চল কাল গ্রামে যাই। সেও খুব সুন্দর করে বলল চল। ব্যাস আর কোন কথা নেই। কোন ভাবে রাতটা কাটিয়ে
ঘুম থেকে উঠেই মেয়েদের কাছে আর্জি জানালাম। আর্জি মঞ্জুর হল। বেশ। নাশতা খেয়ে ঝট পট ব্যাগ গুছিয়ে দুই জনে বের হলাম।দুপুর সাড়ে বারটা নাগাদ পৌছে গেলাম। পৌছে কাপর বদলে চলে গেলাম জুম্মার নামাজে। নামাজের পর গ্রামের অনেকের সাথে দেখা। কেমন আছ? কে কে এসেছ? তোমার বাবা কেমন আছে/ এমন অনেক প্রশ্নোত্তরের পালা শেষ করে বারি এসে দুপুরের খাবার খেয়ে বের হলাম। আমার শ্যালক মহোদয়ের খামার পরিদর্শন। একা দেখিনি আপনাদের জন্যেও নিয়ে এসেছিঃ

২। Photobucket
সৌখিন বাড়ির আঙ্গিনা।
৩। Photobucket
বেগুন ক্ষেত
৪। Photobucket
ধনে ক্ষেত
৫। Photobucket
পেপে গাছ।
৬। Photobucket
পিয়াজ তুলে আনা হয়েছে, কাটার অপেক্ষা।
৭। Photobucket
পুকুরের এক পাশে কাচা ঘাট।
৮। Photobucket
Photobucket
মসুর ডালের ক্ষেত।
৯। Photobucket
Photobucket
মটর ক্ষেত।
১০। Photobucket
Photobucket
Photobucket
মিষ্টি কুমরা।
১১। Photobucket
Photobucket
পিয়াজ ক্ষেত।
১২। Photobucket
Photobucket
কালিজিরা।
১৩। Photobucket
গম।
১৪। Photobucket
সরষে।
১৫। Photobucket
ছবি নেয়ার সময় গ্রামের কৌতুহলি ছেলেমেয়ে।
১৬। Photobucket
Photobucket
খেসারী।
১৭। Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
পল্লি মায়ের অপরূপ রূপ মাধুরি।
১৮। Photobucket
Photobucket
সীম।
১৯। Photobucket
Photobucket
লাউ।
২০। Photobucket
Photobucket
Photobucket
খেজুর গাছে হাড়ি আর পরদিন ভোরে গ্লাস ভরা রস বিছানার পাশে রেডি। ও, হ্যা ভাল কথা রস খেতে সকালে শীতের মধ্যে মুখ ধোয়ার কোন প্রয়োজনই নেই। বলা যায় না রস যদি পানসে হয়ে যায়!
২১। Photobucket
Photobucket
Photobucket
ছোট বেলার খেলার সাথি মাজেদ এর বাড়ি। ঘুণে ধরা পাট খড়ির বেড়া, তবুও শান্তির নীড়। একটু বসে এক কাপ চা খেয়ে নিলাম।
২২। Photobucket
Photobucket
Photobucket
Photobucket
শ্যালক সাহেবের ফুল কফির ক্ষেত।
Photobucket
Photobucket
কফি বাজারে যাচ্ছে।
২৩। Photobucket
কাচা মরিচ চাড়া।
২৪। Photobucket
Photobucket
টমাটো ক্ষেত।
২৫। Photobucket
পরের দিন সকালে বাজারে যাবার প্রস্তুতি নিচ্ছে পিঁয়াজের ডাটা।
২৬। Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
জননী মোর জন্ম ভুমি।
২৭। Photobucket
Photobucket
Photobucket
সরষে তোলার কাজ চলছে।
২৮। Photobucket
Photobucket
ভুট্টা বুনছে।
Photobucket
Photobucket
আগের লাগান যেগুলি একটু বড় হয়েছে।
২৯। Photobucket
এক ফাকে এসে ডাবের সদ্ব্যবহার।
৩০। Photobucket
পল্লীবালাদের শাক তোলা।
৩১। Photobucket
Photobucket
শাক বাছা।
৩২। Photobucket
রসুন ক্ষেত।
৩৩। Photobucket
তামাক।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.