Monday, 6 August 2012

শ্রাবণ গগনে

<Digimax S1030 / Kenox S1030>
ছবিঃ তাসমিনা খালিদ

সঘন শ্রাবণে মেঘলা গগনে
এলো যে বরষা হায় এলো যে মনের বনে।


রিমঝিম কলতানে অবিরাম গাছের পাতায়
তোলে গুঞ্জণ। যুঁই চামেলির পাতায় পাতায়
লাগে শিহরণ,  কানে কানে কি গান গেয়ে
ঝিরি ঝিরি বাদল ফোটা মনে যায় দোলা দিয়ে?
জানালার ওপাশে পুকুরের বুকে টুপটুপ ঝরে বৃষ্টি
মনে হয় যেন আর কোন দিন ফেরাব না দৃষ্টি।
এ যেন আকাশের জলকেলি পুকুরের সাথে
নদী নালা সবকিছু একাকার মাঠে আর ঘাটে।

দোলনচাঁপার পাপড়ি গুলো নুয়ে বলে কাছে এস
শালুকের পাতা বলে থির থির কেঁপে, আমায় ভালবেসো!
কামিনী কাঞ্চন ফুটে আছে কত বাগানের ওই ধারে
সুর ভরা এই দিনে সবই আছে শুধু তুমি নেই পাশে!
খালে বিলে জল রাশি ঝুরঝুর ঝুরছে
বাগানে কত কুসুম কলি হেসে হেসে ফুটছে।
মন বলে শোন, এমন দিন যেন হয় না বৃথা
কাছে যদি আস তুমি কানে কানে কব কত কথা।
সবইতো রেখেছি সঞ্চীয়ে মনের গোপন কুঠিতে
যে কথা যায় না বলা সখী আভাসে আর চিঠিতে।


No comments:

Post a Comment

Thank you very much for your comments.