Sunday 17 July 2011

সেকাল-একাল

রাজমহলের সিংহাসনে শ্বেত সোপানে।
অশ্রু ঝরে নীরবে অন্তঃপুরে নিশ্বাসে
অলস রাজা বিলাস ঘরে গোপনে

সাকী আর সরাব জোয়ারে ভাসে।
মর্মর পাথরে ময়ূর মহলে জ্বলে ঝাড়বাতি
মোম জ্বলে আতরদানি কস্তূরী গোলাব পাশে
নেশায় মশগুল নূপুর বাজে ঘিরে
গালিচা বিছানো জলসা ঘরে বসে।
আতসবাজি বিহীন শূন্য বালা খানা
শত বছর পরে চিলে কোঠায় কুমারী বসে
গল্প গাথা সাজায় মনে মনে, আর
মেঘের ভেলা ভাসায় আকাশে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.