Wednesday 6 July 2011

সূচনা

চলতি পথে শুনেছি
নদীর কলতান, ভ্রমর গুঞ্জন, পাখির কুজন
পাতায় পাতায় বাতাসের শিহরণ
দেখেছি শান্ত অশান্ত ঢেউ, সন্ধ্যা বিজন,
তারার ঝিলিমিলি আকাশের নীলিমা
দিগন্তের ওই হাতছানি আর
শুক্লা তিথির পূর্ণিমা।

শুনেছি কত সবুজ বনানীর গান
দূর পাহাড়ের ঝর্ণা ধারার তান।
কোথায় পেলো এতো সুর রিমঝিম বৃষ্টি
রঙধনু রঙের মেলার কেড়ে নেয়া দৃষ্টি?
ফাগুনের আবীরে সেজে উতল ধরণী
রূপকথার দেশে ভাসিয়ে নেয় যেন স্বপ্নের তরণী।
আমার এ মন, আমার নয়ন বারে বারে শুধায়
এতো রূপ এতো সুর স্বপ্ন, রঙ
এলো কোথা হতে এই মাটির পৃথিবীর পরে?
সেই প্রশ্নেরই ধ্বনি প্রতিধ্বনি
আমারই হৃদয়ে বাজে শত বসন্ত ধরে
অনুরণিত হয় অনুক্ষণ
আমার চঞ্চল মন।
চঞ্চল এ মনের পরশ কলমে কালির আঁচড়ে
রেখে যাই তাই কাগজের পাতা ভরে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.