Sunday 16 May 2010

অভ্র, বাংলা পড়া লেখার একটি অনন্য উদ্ভাবন

আমার সেঝ ভাই এর পাঠানো একটা চিঠি এখানে তুলে দিলাম।
সুপ্রিয় বন্ধুরা আমার,
আমি '৭১ দেখিনি। অনুভব করিনি মুক্তির সেদিনের অপরিসীম আনন্দ। তবে তার কিছুটা অনুভব করতে পেরেছি যেদিন আমি আজকের প্রযুক্তি 'কম্পিউটার'-এ আমার প্রানের বাংলা ভাষা খুব সহজে ব্যবহার করতে পেরেছি আমার-ই ইচ্ছামতন। এ এক নবতর মুক্তি। আমার কাছে এটি, প্রযুক্তির জটিলতা থেকে বাংলা ভাষার মুক্তি। 'অভ্র' সম্ভব করেছে এই কাজটি।

তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি, আমি এই মুক্তির আনন্দ ছড়িয়ে দিতে চাই আমার সব চেনা-জানা কাছের সব মানুষের মাঝে।

এই 'অভ্র'-র পিছু নিয়েছে নব্যকালের অশুভ শক্তি। আসুন, আমরা সবাই মিলে 'অভ্র' বেশী বেশী করে ব্যবহার করে, এর ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে, এর উচিৎ জবাব দিই। অভ্র পাবেন এখান থেকেঃ

প্রাণঢালা শুভেচ্ছে সবাইকে।

M Morshed Akhtar

Dear All my friends,

I didn't see the '71, neither felt the FREEDOM of '71. But I felt a bit of it, when could use Bengali in my Computer very easily. To me, this is the freedom of Bengali language from the complexity of technology. 'AVRO' is the name who made it sooo easy to use Bengali in Computer.

I do pay my gratitude to AVRO. At the same time, request you to use it and invite all others in your contacts to use it, if want.

You can get AVRO from here, which is free to use: http://www.omicronlab.com/avro-keyboard-download.html

PLEASE ACCEPT MY KINDEST APOLOGY IF THIS MAIL APPEARS TO YOU IN ANY INAPPROPRIATE MANNER.

Kind regards,

M Morshed Akhtar

No comments:

Post a Comment

Thank you very much for your comments.