Tuesday 2 March 2010

কোন একদিন

শতেক বছর পরে দেশে গাও গেরাম আর থাকবে না
বৌ কথা কও সুরে পাখি সকাল সাঁঝে ডাকবে না।



বিজলী বাতি কেড়ে নিবে চাঁদের হাসি তারার মেলা
কলসী কাঁখে জল ভরিতে আসবে না আর পল্লী বালা,
মাটির প্রদীপ জ্বেলে কেহ পথ চেয়ে আর থাকবে না।

লতায় ঘেরা সবুজ বনে ছোট্ট পাখি হলদে ফুল
ঝিলের জলে শাপলা শালুক শান্ত দিঘী নদীর কূল,
থাকবে সবই এই দেশেতে চোখ মেলে কেও দেখবে না।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.