Saturday 9 January 2010

ঘুম পাড়ানি গান-২


চাদ হাসে তারা হাসে হাসে খুকুমনি
আমার ঘড়ে এলো বুঝি ছোট্ট হীরের খনি।
খুকুর চোখে আয়রে ঘুম সোনার পাল্কী চড়ে
শিউলী ফুলের মালা গেথে পরিয়ে দেব তোরে,
অথৈ সাগর খুজে দেব মনি-মুক্তা চূনি।


লক্ষ তারার প্রদীপ জ্বেলে রূপোর নুপুর পায়ে
ঘুমপরীরা আয়রে উড়ে মেঘের দোলা নিয়ে
তোদের সাথে দোলায় শুয়ে ঘুমাক সোনামণি।
(আমার দষ্যি ছোট মেয়েকে ঘুম পাড়ানোর জন্য তার মাকে লিখে দেয়া ঘুমের গান-২। ঘুম পাড়ানোর জন্য তাকে এক গান এক নাগারে বেশি দিন গাওয়া যেত না। নিত্য নতুন এতো গান তার মা কোথায় পাবে, তাই একটু চেষ্টা করেছিলাম। বড় মেয়ে সুর করেছিল এতে)

2 comments:

  1. বাংলা ভাষায় নারীশিশুদের জন্য ছড়া-কবিতার সংখ্যা খুবই কম। এটা আমি আমার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে প্রায়ই টের পাই। আপনার ছড়াটা আমার কাজে লাগবে। বড় মেয়ের সুরসহ কি আপলোড করে শেয়ার করা যায় না। তাহলে সঠিক সুরে ছড়াটি গাওয়ার চেষ্টা করা যেত।
    সুন্দর ছড়াটির জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. সুশান্ত বর্মনঃ এই সাধারন ছড়াটি আপনার কাজে লাগবে জেনে আনন্দ পেলাম, অবশ্যই শেয়ার করা যেত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকদিন আগে এটি নিয়মিতই গাওয়া হোত কিন্তু এগুলি কোন ভাবে রেকর্ড করা হয়নি। তবে দেখি যদি পুনঃ উদ্ধার করতে পারি আমি আপনাকে পাঠিয়ে দিব।
    আপনার আগ্রহের জন্য আপনাকেও ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে।

    ReplyDelete

Thank you very much for your comments.