Monday 11 January 2010

সোহাগ

আচল ধরে ঘুরে মায়ের পিছু
সারাটা দিন বুঝে না আর কিছু,
ওদের আড়াল করা যায় না মোটে,
ভীষন দুষ্ট, কি জানি কি কখন ঘটে।
চপলা চঞ্চলা হরিণী দুষ্টমি দিনভর
দু’বোনে মিলে কাজে খেলায় বিভোর।



বকুনি বা পিটুনি দেয়া যায় না মোটে,
বড় আপুকে চিঠি লিখতে ছোটে।
চোখ রাঙ্গাতেই মেঘ থম থম করে
ভালোবাসার ননী গলে গলে ঝরে।
বড় আপু কলেজ থেকে এসো ছুটে
সোহাগ নেব সিন্ধু সম আরো যদি জোটে।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.