Tuesday 22 January 2013

রাঙ্গা পথে যেতে যেতে

আহা ওই রাঙ্গা পথে
যেতে যেতে দেখেছি তোমায়
গুন গুন সুরে কলশী কাঁখে
চলেছিলে নদীর ঘাটে।।
 তোমারই সুর নিয়ে
মৌমাছি কয় বাতাসে
এসোনা কাছে এসোনা কাছে
বোঝ না কেন মরি যে লাজে।।

আঁচলে মুখ ঢেকে
আড় চোখে বাঁকা তীর
যেন্ বেঁধালে আমার বুকে
বলনা এ জ্বালা কেমনে মেটে।।

No comments:

Post a Comment

Thank you very much for your comments.