Tuesday 4 December 2012

বারটি বছর আগে

তুমি কি এখনও আছ বারটি বছর আগের মত,
পথ চেয়ে দাঁড়িয়ে থাক শিউলি গাছের নিচে?



রাতের আঁধারে ঘুম ভেঙ্গে জানালায় খুঁজে দেখ
জোনাকিরা আছে নাকি আমার পথের পাশে!

এখনও কি শিউরে ওঠ, যদি শোন লক্ষ্মী পেঁচার
ডাক, আলো আঁধারি আকাশে তারার মিছিলে
ফুটেছে কিনা একটু আলো আমার চলার পথে,
ভেবে সারা হও অনুক্ষণ জানালার ধারে বসে!

এখনও কি ভুলে যাও দিয়েছ কিনা কপালের
টিপে চন্দন, রেখেছ কি লুকিয়ে আমার চিঠি
বালিশের নিচে, চমকে ওঠ কি অকারণে
কি কথা কইবে আমায় একান্তে কানে কানে!

শুকতারা নিভেছিল তোমার প্রাণের পরশে,
কত কি বলেছিলে শিশির ঝরা আকাশের নিচে।
আরো কিছু বলনি আধো লাজে আধো আভাসে,
কিছু কি বলতে চেয়েছিলে হাত রেখে হাতে?

তোমার এই পথ চাওয়া হারিয়ছে কি আপন মনে,
শুনেছ কি, কি কথা বলে যায় হংস বলাকার সারি?
দুপুরের নির্জনে ঘুঘুর ডাকে নেমে আসে বিরহীর
অশ্রুজল, কত কথা জমে আছে কইবে গানে গানে!

কত নিশি গেছে এমনি করে তোমারই বিরহে
একা একা কথা কয়ে আকাশের তারার সাথে।
বকুলের কত গন্ধ ভেসে গেছে সাগরের ওপাড়ে
শুক সাড়ি উড়ে গেছে হায় দূর নীলিমার পানে!

বারটি বসন্ত কেটে গেছে তোমাকে না বলে
কেউ তো আসেনি আজো তোমার ছায়া নিয়ে,
তুমি কি তেমনি আছ, যেমন ছিলে বারটি বছর
আগে? দোলন চাঁপার গন্ধ হয়ে জোসনা ভরা রাতে!

বারটি বছর পরে

No comments:

Post a Comment

Thank you very much for your comments.